viral video of snake

শরীর এক মাথা দুই! খাবারের জন্য দুই মাথার লড়াই দেখে অবাক সমাজমাধ্যম

সম্প্রতি এক অদ্ভুত দর্শন সাপের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সাপটি অন্যান্য সাপের তুলনায় আলাদা কারণ এটির দুই মাথা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ ১৬:৩৯
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

পেট একটাই কিন্তু দুই মুখ। তার জন্যই গোলমাল। মুখের গোড়ায় খাবার আনলেই সেই খাবার নিয়ে লড়াই শুরু হয় দুটি মুখেরই। কে আগে গপ করে মুখে পুরবে সেই খাবার। সম্প্রতি এক অদ্ভুত দর্শন সাপের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সাপটি অন্যান্য সাপের তুলনায় আলাদা কারণ এটির দুই মাথা। সেই মুখের জন্যই যত বিড়ম্বনা। সমাজমাধ্যম ইনস্টাগ্রামের পাতায় এই সাপের কাণ্ডকারখানা দেখে অবাক হয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। ‘ইমপ্যাক্ট রেপটাইল’ নামের একটি অ্যাকাউন্ট থেকে দুই মাথাবিশিষ্ট সাপের ভিডিয়োটি প্রকাশিত হয়েছে। (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে লম্বা একটি বাচ্চা সাপের দুটি মুখ। তাকে প্রথমে একটি ইঁদুর খেতে দেওয়া হয়। খাবার পেয়েই সেটিকে নিয়ে দুই মুখের মধ্যে বেধে যায় লড়াই। কে আগে খাবারটি মুখে পুরবে তা নিয়ে যুদ্ধ শুরু হয়। ইঁদুরের খানিকটা অংশ একটি মুখে গিলে নিলেও বাকি অংশটি অন্য একটি মাথা কামড়ে ধরে রেখে দেয়। পরে আবার একটি খাবার দেওয়া হলে ইঁদুরটিকে ছেড়ে সেই খাবারটি সঙ্গে সঙ্গে মুখে পুরে নেয় দ্বিতীয় মাথাটি। মাত্র দু’দিন আগেই ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে কয়েক লক্ষবার এটি দেখা হয়েছে সমাজমাধ্যমে। ২ লক্ষেরও বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement