Viral Video

ভয়ে ভয়ে জলে নেমেছিল হরিণ, বিদ্যুৎগতিতে শিকার করতে এল সাক্ষাৎ ‘মৃত্যুদূত’! তার পর...

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি জলাশয়ের ধারে দাঁড়িয়ে রয়েছে একটি হরিণ। এ দিক-ও দিক দেখে ভয়ে ভয়ে জল খেতে নামে সে। তবে সে ঘুণাক্ষরেও টের পায়নি যে জলের নীচে তার জন্য নিশ্চুপে অপেক্ষা করছে সাক্ষাৎ মৃত্যুদূত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১২:৪১
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

তৃষ্ণা মেটাতে ভয়ে ভয়ে জলে খেতে নেমেছিল হরিণ। বিদ্যুৎগতিতে শিকার করতে এগিয়ে এল সাক্ষাৎ ‘মৃত্যুদূত’। ভয়ঙ্কর কুমিরের হাত থেকে কোনও রকমে প্রাণ বাঁচাল হরিণটি। সে রকমই একটি ঘটনার ভয়ধরানো ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।) ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি জলাশয় ধারে দাঁড়িয়ে রয়েছে একটি হরিণ। এ দিক-ও দিক দেখে ভয়ে ভয়ে জল খেতে নামে সে। তবে সে ঘুণাক্ষরেও টের পায়নি যে জলের নীচে তার জন্য নিশ্চুপে অপেক্ষা করছে সাক্ষাৎ মৃত্যুদূত। হরিণটি যখন জল খেতে মগ্ন তখনই বিদ্যুৎগতিতে তার দিকে তেড়ে যায় বিশাল একটি কুমির। সঙ্গে সঙ্গে লাফিয়ে সরে যায় হরিণটি। এক চুলের জন্য প্রাণ বাঁচে তার। হতাশ হয়ে জলে ফিরে যায় কুমিরটি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়ো আপলোড করা হয়েছে ‘নেচার অ্যান্ড হেরিটেজ’ নামের ইউটিউব চ্যানেল থেকে। ইতিমধ্যেই বহু বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইকের ঝড় উঠেছে। অনেকে অনেক মন্তব্যও করেছেন ভিডিয়োটি দেখে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘জঙ্গলের মধ্যে যে টিকে থাকার জন্য উপযুক্ত, সেই সবচেয়ে সেরা।’’ অন্য এক জন আবার লিখেছেন, “আশ্চর্য দৃশ্য! জঙ্গলে প্রতি মুহূর্তে খুব সাবধানে পদক্ষেপ করতে হবে। না হলেই বিপদ।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement