Murder at Beldanga

প্রতিবেশীর অস্ত্রের কোপে মৃত্যু মহিলার, মাকে রক্ষা করতে গিয়ে রক্তাক্ত মেয়ে! বেলডাঙায় শোরগোল

পুলিশ সূত্রের খবর, মৃতার নাম সীতা ঘোষ জমাদার। আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মেয়ে রুপালি হাজরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১৬:০৫
Share:

—প্রতীকী চিত্র।

প্রতিবেশী যুবকের অস্ত্রের কোপে মৃত্যু হল এক মহিলার। গুরুতর জখম হলেন তাঁর মেয়ে। রবিবার দুপুরে এই ঘটনায় উত্তেজনা মুর্শিদাবাদের বেলডাঙার ২৩ পল্লি ঘোষপাড়া এলাকায়।

Advertisement

জানা যাচ্ছে, জলের পাম্প থেকে পাইপে করে বাগানে জল দিচ্ছিলেন সীতা ঘোষ জমাদার। তিনি বেলডাঙা পুর এলাকার সাফাইকর্মী। তাঁর কাজের সময় জলের পাইপে পা আটকে যায় প্রতিবেশী এক যুবকের। তিনি পাইপটি কেটে দেন তিনি। প্রতিবাদ করেন মহিলা। অভিযোগ, তখন সেই যুবক অশ্লীল অঙ্গভঙ্গি করেন। শুরু হয় ঝগড়া। কিন্তু এখানেই শেষ হয়নি। এর পর সীতাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। মাকে রক্ষা করতে গিয়ে গুরুতর জখম হন মেয়েও। আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে উদ্ধার স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসক মহিলা সাফাইকর্মীকে মৃত বলে ঘোষণা করেন। রবিবার দুপুরে এই ঘটনায় উত্তেজনা মুর্শিদাবাদের বেলডাঙার ২৩ পল্লি ঘোষপাড়া এলাকায়।

পুলিশ সূত্রের খবর, সীতার মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মেয়ে রুপালি হাজরা চিকিৎসাধীন। অভিযুক্ত বুবাই ঘোষের খোঁজ শুরু হয়েছে।

Advertisement

প্রতিবেশীরা জানাচ্ছেন, রবিবার সীতার বাড়ির জলের পাইপ লাইন রাস্তায় পড়েছিল এবং সেটি পায়ে লেগে বুবাই পড়ে যান। সেখান থেকে অশান্তির সূত্রপাত। সীতার পরিবারের অভিযোগ, পরনের পোশাক খুলে প্রতিবেশী মহিলাকে কুৎসিত অঙ্গভঙ্গি করেন বুবাই। গন্ডগোলের সময় ধারালো অস্ত্র নিয়ে সীতার উপর চড়াও হন ওই যুবক। তাঁর সঙ্গে আরও কয়েক জন ছিলেন। অস্ত্রের কোপে ঘটনাস্থলেই মৃত্যু হয় সীতার। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও কেউ আটক বা গ্রেফতার হননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement