Viral Video

চাপ কাটানোর ‘নিনজা প্রযুক্তি’! পরীক্ষার আগের রাতে হস্টেলে নাচ ছাত্রীদের, ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, পরীক্ষার আগের রাতে মেয়েদের হস্টেলে হইচই পড়েছে। দৌড়োদৌড়ি করছেন তাঁরা। হঠাৎই কয়েক জন ছাত্রী সব ছেড়ে নাচতে শুরু করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৪ ০৯:৪২
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

সকাল হলেই পরীক্ষা। মনের মধ্যে চাপা ভয় এবং উত্তেজনা কাজ করছে। তবে রাতভর নেচে সে সবকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন কলেজপড়ুয়া জনা কয়েক ছাত্রী। মালায়লাম সিনেমা ‘আবেশম’-এর ‘ইলুমিনাটি’ গানে নেচে হইচই ফেললেন তাঁরা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই ছাত্রীরা বেঙ্গালুরুর এনআইটিটিই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তাঁদের নাচের একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, পরীক্ষার আগের রাতে মেয়েদের হস্টেলে হইচই পড়েছে। দৌড়োদৌড়ি করছেন তাঁরা। হঠাৎই কয়েক জন ছাত্রী সব ছেড়ে নাচতে শুরু করেন। একে একে বাকিরাও তাঁদের যোগ দেন। সেই ভিডিয়োয় প্রকাশ্যে এসেছে।

ইনস্টাগ্রামে পোস্ট হওয়া ভিডিয়োটি ইতিমধ্যেই ঝড় তুলেছে সমাজমাধ্যমে। প্রায় তিন কোটি বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। লাইক পড়েছে প্রায় ২৫ লক্ষ। প্রায় ৫ লক্ষ বার শেয়ারও করা হয়েছে। অনেকেই ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্য করেছেন। অনেকে আবার নিজেদের হস্টেল জীবনের গল্প জানিয়েছেন ভিডিয়োটি দেখে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement