—প্রতীকী ছবি।
জঙ্গলের ভিতর ঘোরাফেরা করছে একটি চিতা। ঘাড় ঘুরিয়ে এ দিক-ও দিক তাকাচ্ছে সে। ডাকাডাকি করছে চিতাটি। কিন্তু এ তো গর্জন নয়! বরং হিংস্র শ্বাপদের গলা থেকে ভেসে আসছে পাখির সুরেলা ডাক। সমাজমাধ্যমে চিতার ডাকের এই ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘পিউবিটি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, জঙ্গলের ভিতর দাঁড়িয়ে রয়েছে একটি চিতা। এ দিক-ও দিক তাকিয়ে ডাকছে সে। কিন্তু এ যে চিতার গর্জন নয়। বরং তার পরিবর্তে চিতার গলা থেকে ভেসে আসছে সুরেলা ডাক। সেই শব্দ শুনে মনে হচ্ছে যেন কোনও পাখি ডাকছে। কিন্তু এ যে ঘোর বাস্তব। আসলে বিশেষ পরিস্থিতিতে চিতারা এমন ভাবে ডাকে বলে দাবি প্রাণীবিদদের একাংশের।
তাঁরা জানান, বিশেষত মা চিতা এবং চিতাশাবকদের মধ্যে এই ডাক খুব পরিচিত। এ ভাবে ডেকেই তারা একে অপরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। আবার কোনও চিতা দল থেকে আলাদা হয়ে গেলে, অথবা বিপদের আঁচ পেলে এ ভাবে ডেকে জঙ্গলের মধ্যে অন্য চিতাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখার চেষ্টা করে।