ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
স্ত্রীকে নিয়ে ট্রেন সফর করছিলেন এক ব্যক্তি। ভিড় ট্রেনের বার্থে কেউ শুয়ে রয়েছেন, কেউ গল্প করে সময় কাটাচ্ছেন। হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুনে ওই ব্যক্তিকে ঘিরে ধরলেন অন্য যাত্রীরা। এক তরুণ যাত্রীর অভিযোগ, তাঁকে নাকি ওই ব্যক্তি জোর করে চুমু খেয়েছেন। কিন্তু সেই অশ্লীল আচরণের জন্য ক্ষমা চাননি ব্যক্তি। বরং তাঁর স্ত্রী জানতে পেরে পুরো বিষয়টি ভুলে যাওয়ার জন্য অনুরোধ করেছেন ওই তরুণকে। প্রমাণ রাখার জন্য ঘটনাটির ভিডিয়ো করেছেন ওই তরুণ। সমাজমাধ্যমে সেই ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘শোনিকপূর’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, ট্রেনের ভিতর এক ব্যক্তিকে অনবরত চড় মেরে যাচ্ছেন এক তরুণ। সেই তরুণ যাত্রীকে থামানোর চেষ্টা করছেন এক জন মহিলা। তরুণের অভিযোগ, তাঁকে নাকি জোর করে চুমু খেয়েছেন ওই ব্যক্তি। তরুণ যখন আপত্তি জানিয়ে তাঁকে প্রশ্ন করলেন যে, এমন আচরণ করার কারণ কী, তখন নাকি ওই ব্যক্তি বলেছিলেন, ‘‘আমার ইচ্ছা হয়েছিল। তাই চুমু খেয়ে ফেলেছি।’’ এমন আচরণের জন্য ক্ষমা চাননি তিনি। এমনকি, ব্যক্তির স্ত্রী সেই কথা জানতে পেরে স্বামীর পাশে দাঁড়ান।
তরুণকে পুরো বিষয়টি ভুলে যেতে অনুরোধ করেন ওই মহিলা। পুরো ঘটনাটি ভিডিয়ো করতে শুরু করেন তরুণ। তিনি বলেন, ‘‘আমি পুরুষ বলে এত সহজে আমায় ভুলে যেতে বলা হল। আমার জায়গায় যদি কোনও মহিলা থাকত তা হলেও কি এই অনুরোধ করতেন?’’ তরুণ আরও বলেন, ‘‘আমায় চুমু খেয়ে ক্ষমাও চাননি তিনি। আমি পুলিশে জানাব। এর শেষ দেখে ছাড়ব আমি।’’ রেগে গিয়ে ওই ব্যক্তিকে মারধর করতে শুরু করে দেন তরুণ। ওই ব্যক্তির স্ত্রী অশান্তি থামানোর চেষ্টা করেন। স্বামীকে বাঁচানোর জন্য তরুণের কাছে তিনি নিজেই ক্ষমা চান। সেখানেই শেষ হয়ে যায় ভিডিয়োটি। ঘটনাটি কবে, কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যক্তির প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন লিখেছেন, ‘‘এ আবার কী ধরনের অসভ্যতা! ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জানানো প্রয়োজন।’’