আপনি থাকছেন স্যর। হ্যাঁ, তিনি থেকে গিয়েছেন। বছরের পর বছর ধরে ভিন্ন চরিত্রে নিজেকে উজাড় করে দিয়েছেন। থিয়েটার হোক বা সিনেমা, টলিউড হোক বা বলিউড, অভিনয়ে মুগ্ধ করেছেন দর্শককে বারবার। আজও নাটকের শো থাকলে সমান চিন্তা হয় তাঁর। ঠিক যেমন প্রথম দিন টেনশন হত। তিনি রজতাভ দত্ত। তাঁর প্রিয় অ্যাকাডেমি চত্বরে আনন্দবাজারের সঙ্গে আড্ডায় উঠে এল তাঁর ভাল লাগা না লাগার নানা দিক।