ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
জল ছেড়ে একেবারে গাছের ডালে উঠে পড়ল কুমির! এ দৃশ্য তো অস্বাভাবিক! গাছের ডালে লেজ দিয়ে মাথা নিচু করে ঝুলছে সে। কয়েক সেকেন্ডের মধ্যেই জলে ধপাস করে পড়ল কুমিরটি। জলের মধ্যেই চলল প্রাণ বাঁচানোর লড়াই। আসলে একটি অজগরের শিকারে পরিণত হয়েছে সে। তাই ধ্বস্তাধ্বস্তি করে প্রাণে বাঁচার আপ্রাণ চেষ্টা করছে কুমিরটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘রেনহার্ত_সিলভা’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি কুমিরকে লেজ দিয়ে পেঁচিয়ে ফেলেছে এক অজগর। কোনও ক্রমে অজগরের প্যাঁচ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে কুমিরটি। জলের মধ্যেই লড়াই চলছে তাদের। কিন্তু অজগর এত সহজে তার শিকার ছাড়তে রাজি নয়। কুমিরটিকে শিকার করে গাছের ডালে তুলে রেখেছিল সে। গাছের ডাল থেকে উল্টো হয়ে ঝুলছিল কুমিরটি। নীচেই বয়ে চলেছে জলাশয়।
গাছের ডাল থেকে ধপাস করে জলে পড়ে যায় কুমিরটি। জলে পড়ে গিয়ে ছটফট করতে থাকে সে। কিন্তু অজগর ছাড়ার পাত্র নয়। সে-ও ক্রমাগত লড়াই চালিয়ে যায়। সেখানেই শেষ হয়ে যায় ভিডিয়োটি। ঘটনাটি কোথায় ঘটেছে তা জানা যায়নি। তবে দুই সরীসৃপের লড়াইয়ের ভিডিয়ো দেখে ভয় পেয়েছেন নেটাগরিকদের একাংশ। এক জন লিখেছেন, ‘‘প্রকৃতির কী যে নিয়ম! শিকার-শিকারির এই লড়াই দেখলে ভয়ে গায়ের লোম খাড়া হয়ে যায়।’’