Viral Video

বাইক নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারালেন যুবক, সোজা ঢুকে গেলেন পুরসভার খোঁড়া গর্তে

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি সরু রাস্তা দিয়ে একের পর এক বাইক-গাড়ি পেরিয়ে যাচ্ছে। সেই রাস্তার ধারে একটি গর্ত খোঁড়া। সবাই গর্ত কাটিয়ে এগিয়ে যাচ্ছেন। এক যুবকও বাইক নিয়ে গর্তটি পাশ কাটিয়ে এগোতে যান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২০
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

সরু গলি দিয়ে এঁকেবেঁকে সাবধানে বাইক চালাচ্ছিলেন যুবক। কিন্তু শেষরক্ষা হল না। নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে পুরসভার খোঁড়া গর্তে ঢুকে গেলেন তিনি। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভিডিয়ো অনুযায়ী, গুজরাতের বডোদরার দভোই এলাকায় ঘটনাটি ঘটেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি সরু রাস্তা দিয়ে একের পর এক বাইক-গাড়ি পেরিয়ে যাচ্ছে। সেই রাস্তার ধারে একটি গর্ত খোঁড়া। সবাই গর্ত কাটিয়ে এগিয়ে যাচ্ছেন। এক যুবকও বাইক নিয়ে গর্তটি পাশ কাটিয়ে এগোতে যান। কিন্তু এবড়োখেবড়ো মাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে যান তিনি। সোজা পুরসভার খোঁড়া ওই গর্তে গিয়ে পড়েন। চেহারা স্থূল হওয়ার কারণে ওই যুবক প্রথমে গর্ত থেকে উঠতে পারেননি। এর পর পথচলতি কয়েক জন তাঁর সাহায্যে এগিয়ে আসেন। তাঁকে টেনে তোলেন গর্ত থেকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

‘সিরাজ নুরানি’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে শুক্রবার দুপুরে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। ভিডিয়ো দেখে নেটাগরিকদের একাংশ মজার মজার মন্তব্য করলেও রাস্তার বেহাল দশার কথা উল্লেখ করে কড়া প্রতিক্রিয়াও দিয়েছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘জীবিত অবস্থাতেই পাতালপ্রবেশ হল যুবকের।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এ রকম ব্যস্ত রাস্তার ধারে গর্ত খুঁড়ে রাখার জন্য লজ্জা করা উচিত প্রশাসনের।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement