Viral Video

রবিবার ভারতকে হারাবে পাকিস্তান! দাবি করে সেই আইআইটি বাবা বললেন, ‘ফলাফল বদলে দিয়েছি’

ভাইরাল ভিডিয়োটি বৃহস্পতিবার ‘ঘর কে কলেশ’ নামে এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছিল। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। ভিডিয়ো দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকদের একাংশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৯
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে রবিবার ভারতের সামনে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বৃহস্পতিবার প্রথম ম্যাচ খেলে ফেলেছে ভারত। বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করেছে রোহিত শর্মার দল। পরের ম্যাচ রবিবার। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামবে ভারত। চিরকালই ক্রিকেটপ্রেমীদের মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে থাকে। রবিবারের ম্যাচের জন্যও তার অন্যথা হচ্ছে না। তবে সেই ম্যাচ কারা জিতবে তা আগে থেকেই জানিয়ে দিলেন এক জন। তিনি আর কেউ নন, মহাকুম্ভে ভাইরাল হওয়া আইআইটি বাবা ওরফে অভয় সিংহ।

Advertisement

অভয় আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন যে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির রবিবারের ম্যাচে ভারতকে পরাজিত করবে পাকিস্তান। অনেক চেষ্টা করেও জিততে পারবে না রোহিতদের দল। অভয়ের সেই মন্তব্যের একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়ো (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

ভাইরাল সেই ভিডিয়োয় আইআইটি বাবাকে বলতে শোনা গিয়েছে যে, “এ বার ভারত জিতছে না। নিশ্চিত যে ওরা হেরে যাবে।” ভারতীয় দলকে চ্যালেঞ্জ করে তিনি আরও বলেন, “আমি যদি বলে থাকি, ভারত জিতবে না তারা আমায় ভুল প্রমাণ করুক এবং পারলে জিতুক!” তিনি এ-ও দাবি করেছেন যে, ভারতই ম্যাচ জিতত, কিন্তু তিনি এ বারের ফলাফল ‘উল্টে’ দিয়েছেন। অভয়ের সেই মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছে সমাজমাধ্যমে। ক্ষোভপ্রকাশ করেছেন ভারতীয় দলের সমর্থকেরা।

Advertisement

ভাইরাল ভিডিয়োটি বৃহস্পতিবার ‘ঘর কে কলেশ’ নামে এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছিল। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। ভিডিয়ো দেখে কড়া প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। ব্যঙ্গ করে এক জন লিখেছেন, ‘‘এই ম্যাচের কথা বলে আইআইটি বাবা তাঁর পুরো কেরিয়ার ঝুঁকিতে ফেলেছেন।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘ভাই নিজেকে ঈশ্বর মনে করছেন। ভারত অবশ্যই জিতবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement