—প্রতীকী ছবি।
গুগ্ল আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কোনও প্রয়োজনে কাউকে আশেপাশে না পাওয়া গেলেও, ‘গুগ্ল বাবা’ সদা প্রস্তুত থাকেন আমাদের যাবতীয় প্রশ্নের উত্তর দিতে। আমাদের এমন অনেক কিছু জানার থাকে যা নিয়ে হয়তো সমাজে প্রকাশ্যে খুব বেশি কথা হয় না। সে ক্ষেত্রেও গুগ্লের উপরেই ভরসা রাখতে হয়।
তবে গুগ্লে বিশেষ কিছু শব্দ অনুসন্ধান করলে বেশ কিছু মজার এবং অদ্ভুত জিনিস ঘটতে পারে। এমনকি, আপনার কম্পিউটারের স্ক্রিনও কাঁপতে শুরু করতে পারে। কিন্তু অধিকাংশ মানুষ এই শব্দগুলি সম্পর্কে জানেন না। এক নজরে দেখে নেওয়া যাক এমনই কয়েকটি শব্দের বিষয়ে।
এই তালিকায় প্রথমেই রয়েছে ‘ড্রপ বিয়ার’। ওই দুই শব্দ সার্চ করলেই কম্পিউটার স্ক্রিনের উপর ভেসে ওঠে হলুদের উপর কালো রঙের ভালুকের ছোট্ট আইকন। আর সেই আইকনে ক্লিক করলেই ব্যস। ভালুকটি সঙ্গে সঙ্গে বড় হয়ে নীচের দিকে নামতে থাকে। স্ক্রিনটিও কাঁপতে থাকে।
তালিকায় দ্বিতীয় হল ‘চিক্সক্লাব’। কেউ যখন গুগ্লে সেই শব্দটি সার্চ করেন, তখন একটি বড় পাথর স্ক্রিনের উপর থেকে নীচের দিকে পড়ে। পাথর মাটিতে আঘাত করার সঙ্গে সঙ্গে কাঁপতে শুরু করে কম্পিউটারের স্ক্রিন।
এর পর রয়েছে ‘ডার্ট মিশন’ শব্দ দু’টি। ওই সার্চও মজার। ‘ডার্ট মিশন’ সার্চ করলেই একটি উপগ্রহের ছবি স্ক্রিনের বাঁ দিক থেকে ডান দিকে যেতে দেখা যায়। কিছু ক্ষণ পরে অদৃশ্য হয়ে যায় আইকনটি। কম্পিউটারের স্ক্রিনও এক দিকে কাত হয়ে যাবে।
তালিকার শেষ ‘লাস্ট অফ আস’ শব্দ তিনটি। ওই শব্দ তিনটি চমকে দেওয়ার জন্য যথেষ্ট। সেগুলি সার্চ করার সঙ্গে সঙ্গে কম্পিউটার স্ক্রিনের উপর একটি মাশরুমের আইকন ভেসে ওঠে। সেই আইকনে ক্লিক করলেই স্ক্রিন জুড়ে ছড়িয়ে পড়বে মাশরুমটি।