Optical Illusion

এই ছবিতেই রয়েছে একটি বিড়াল, খুঁজে বের করতে পারেন কি না দেখুন তো! জিনিয়াসরা ২১ সেকেন্ডেই পারবেন

দরকার হলে ছবির উপর দুই আঙুল দিয়ে টেনে মোবাইলের পর্দায় বড় করে দেখতে পারেন ছবিটি। খুঁজে পেলে বুঝতে হবে আপনার তীক্ষ্ণ দৃষ্টিশক্তি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৩ ১৯:২৪
Share:

ছবি: সংগৃহীত।

চোখ ধাঁধানো দুনিয়ায় চোখের ধাঁধার কদর কম নয়। অনেকেই মাঝে মধ্যে দৃষ্টিশক্তির পরীক্ষা নিতে এবং দিতে চান। তাতে আত্নবিশ্বাস যেমন বাড়ে, তেমনই নিজের শক্তি এবং দুর্বলতার প্রমাণ পাওয়া যায় হাতে নাতে। সুযোগ আসে সময় থাকতে শুধরে নেওয়ারও। অপটিকাল ইল্যুশন বা চোখ ধাঁধানো ধাঁধা সেই আত্মনিরীক্ষায় হয়ে উঠতে পারে সহায়ক। সম্প্রতি তেমনই একটি ছবি ধাঁধাপ্রেমীদের মনে ধরেছে। যাঁরা পরীক্ষা দিতে ইচ্ছুক তাঁদের ই ছবি থেকে খুঁজে বার করতে হবে একটি বিড়ালকে।

Advertisement

ভাল করে খুঁজে দেখুন তো।

খুবই সাধারণ একটি ছবি। খুব বেশি বিষয়বস্তু নেই তাতে। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। তাঁর পরনে জিন্স এবং জ্যাকেট কাঁধে একটি ব্যাকপ্যাক পায়ে স্নিকার্স। যেখানে তিনি দাঁড়িয়ে রয়েছেন, সেটি রুক্ষ জমি। তবে তার পাশটিকে কিছু জংলা গাছপালাও রয়েছে। বুনো ঘাস, বুনো বাহারে পাতা ফুল ছড়িয়ে ছিটিয়ে গজিয়েছে সেই জঙ্গুলে ঝোপে। ব্যাস এটুকুই। আর এই আপাত সাধারণ ছবির মধ্যেই রয়েছে একটি বিড়ালও যা সহজে দৃশ্যমান নয়। তাকেই খুঁজে বের করতে হবে। ধাঁধাপ্রেমীরা জানিয়েছেন, যাঁরা জিনিয়াস, তাঁরা মাত্র ২১ সেকেন্ডে সমাধান করে ফেলতে পারবেন ধাঁধাটির। কিন্তু আপনি চাইলে একটু বেশি সময়ও নিতে পারেন।

দরকার হলে ছবির উপর দুই আঙুল দিয়ে টেনে মোবাইলের পর্দায় বড় করে দেখতে পারেন ছবিটি। খুঁজে পেলে বুঝতে হবে আপনার তীক্ষ্ণ দৃষ্টিশক্তি। ঘড়ি ধরে দেখুন ঠিক কত সময়ের মধ্যে খুঁজতে পারছেন। তবে একান্তই না পেলে নীচে দেওয়া রইল সমাধান।

Advertisement

এইখানে লুকিয়েছিল বিড়ালটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement