ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
চারদিকে পাতা বরফের সাদা চাদর। তার উপরে বসে বরফ নিয়ে গোল পাকাচ্ছিল এক খুদে মেরু ভালুক। হঠাৎ জলের তলা থেকে উঁকি মারল একটি সিল। শিকারকে আচমকা চোখের সামনে দেখে বরফের উপর উল্টে পড়ে গেল ছোট্ট মেরু ভালুকটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, বরফের উপর বসে মনোযোগ দিয়ে বরফ নিয়ে খেলা করছে ছোট্ট মেরু ভালুক। বরফের তলায় জলের ভিতর ঘোরাফেরা করছিল একটি সিল। ফাঁক পেয়ে বরফের উপর মাথা গলিয়ে বার করল সিলটি। বরফ নিয়ে খেলায় মগ্ন মেরু ভালুকটি হঠাৎ সিলের মাথা দেখে চমকে যায়। এমন ভয় পেয়ে যায় যে, টাল সামলাতে না পেরে বরফের উপর উল্টে পড়ে যায় সে।
সাধারণত মেরু অঞ্চলে বসবাস মেরু ভালুক এবং সিলের। সিল শিকার করে পেট ভরায় মেরু ভালুক। কিন্তু এ ক্ষেত্রে শিকারকে দেখেই ভয় পেয়ে গেল শিকারি। ভিডিয়োটি দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটব্যবহারকারীদের একাংশ। এক জন পশুপ্রেমী লিখেছেন, ‘‘মেরু ভালুকটি কী মিষ্টি দেখতে!’’ আবার এক জন বলেছেন, ‘‘এ সব বিরল দৃশ্য দেখতে পাওয়াও ভাগ্যের ব্যাপার।’’