ছবি : ইনস্টাগ্রাম।
জলে কুমীর আর ডাঙায় বাঘ! জীবনের কঠিনতম পরিস্থিতি বোঝাতে এই উপমার ব্যবহার হয়। এক বালক সেই উপমাটিকেই মিথ্যে প্রমাণ করে দিল। তাকে দেখা গেল কোলে কুমীর আর পিছনে বাঘ নিয়ে বসে খেলা করতে। হাবেভাবে কঠিন পরিস্থিতির কণামাত্র নজরে এল না। বরং কুমীর আর বাঘের সঙ্গে বসে সে খেলা করছিল একটি কোবরা সাপ নিয়ে।
দৃশ্যটি ধরা হয়েছে একটি ভিডিয়োয়। সেই ভিডিয়ো সমাজ মাধ্যমে আগুনের গতিতে ছড়িয়েছে। আর ভিডিয়োয় ওই শিশুকে এরকম বিপজ্জনক ভাবে বন্যপ্রাণীর সঙ্গে খেলা করতে দেখে আতঙ্কে শিউরে উঠেছেন নেটাগরিকেরা।
ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। তবে তাতে স্পষ্ট দেখা যাচ্ছে বছর পাঁচেকের এক শিশুর কোলে নিশ্চিন্তে শুয়ে আছে একটি কুমীর ছানা। শিশুটি এক হাতে গলা জড়িয়ে রেখেছে তার। অন্য হাতে সে খেলা করছে গলায় হারের মতো প্যাঁচানো কোবরা সাপের সঙ্গে। পিঠের দিক থেকে তার মুখটি টেনে এনে গলার অন্য দিকে পেঁচিয়ে নিচ্ছে। সাপটিও তার চেরা জিভ বার করে স্পর্শ করছে শিশুটিকে। কিন্তু দংশন করছে না।
সবুজ ঘাসে মোড়া মাঠে চেয়ারে বসে যখন এই নিয়ে ব্যস্ত শিশুটি, তখনই ক্যামেরায় স্পষ্ট হয় আরও একটি প্রাণী। চেয়ারের পিছনেই বসে সবটা দেখছে একটি বাঘ। শিশুটির অবশ্য ভ্রুক্ষেপও নেই সে দিকে।