snake boot

জুতোর আগায় সাপ! অদ্ভুত কেতার গামবুট দেখে রেগে আগুন ভারতীয়েরা

ভিডিয়োটি সম্ভবত বিদেশে তোলা। অন্তত প্রেক্ষাপট দেখে তেমনই মনে হয়। কিন্তু তা দেখে ভারতের নেটাগরিকেরা রে রে করে উঠেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৩ ১৮:৫৬
Share:

ছবি : ইনস্টাগ্রাম।

শুঁড় তোলা জুতোর ফ্যাশন ছিল এক সময়ে। জুতোর ডগার হিলহিলে সরু হয়ে খানিকটা উর্ধ্বমুখী হয়ে পেঁচিয়ে থাকত পায়ের আগায়। সেই সব জুতো পরে সাজগোজ করে বেড়াতে বেরোতেন বাবুরা। সম্প্রতি খাানিকটা তেমনই এক জুতোর ভিডিয়ো ভাইরাল হয়েছে। তবে এ জুতোর ডগায় শুঁড় নয় ফনা তুুলে উর্ধ্বমুখী হয়েছে কোবরা সাপ!

Advertisement

অর্থাৎ শুঁড় তোলা নয়, একেবারে ফনা তোলা জুতো! আর এই জুতো ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।

ভিডিয়োটি পুরনো। সম্প্রতি ভেসে উঠেছে সমাজ মাধ্যমে। আর তা থেকেই বিতর্কের সূত্রপাত।

Advertisement

ভিডিয়োটি সম্ভবত বিদেশে তোলা। অন্তত প্রেক্ষাপট দেখে তেমনই মনে হয়। কিন্তু তা দেখে ভারতের নেটাগরিকেরা রে রে করে উঠেছেন। ক্ষুব্ধ হিন্দুরা প্রশ্ন তুলেছেন, ‘‘সাক্ষাৎ নাগ দেবতাকে পায়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে! লজ্জা শরম নেই?’’

জুতোটি চামড়া না রবারের তা স্পষ্ট নয়। তবে জুতোটি যা দিয়ে তৈরি সেই একই জিনিসে বানানো হয়েছে নিখুঁত কোবরা সাপের ফনা দু’টিও। আর তা দেখেই ক্রুদ্ধ হয়েছেন নাগ দেবতার ভক্তরা।

ভারতীয় শাস্ত্রে সাপ থাকে দেবতাদের অঙ্গে। সাপকে তাই দেবতা জ্ঞানে পুজো করেন হিন্দুরা। সেই সাপকে পায়ে পড়তে দেখে তাই সহ্য করতে পারেননি ভারতীয় নেটভক্তরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement