ছবি: এক্স থেকে নেওয়া।
জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিলেন পিতা-পুত্র! হিংস্র ভালুক এসে ফালাফালা করল তাঁদের শরীর। মৃত্যু হল দু’জনেরই। ভালুকের হানায় এর বনরক্ষীও আহত হয়েছেন বলে খবর। শনিবার ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের কাঙ্কের জেলার জঙ্গলে। মৃতদের নাম শুকলাল দারো (৪৫) এবং অজ্জু কুরেতি (২২)।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ডোঙ্গারকাট্টা গ্রামের কাছে জেলনকাসা পাহাড় লাগোয়া জঙ্গল থেকে কাঠ সংগ্রহে গিয়েছিলেন শুকলাল এবং অজ্জু। তখনই তাঁদের উপর হামলা করে ভালুকটি। তাঁদের বাঁচাতে মরিয়া চেষ্টা করেন বনরক্ষী নারায়ণ যাদব। তখন ভালুকটি তাঁর উপরেও হামলা চালায়। ভালুকের হামলার কারণে ঘটনাস্থলেই মৃত্যু হয় অজ্জুর। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় শুকলালের। বনরক্ষী নারায়ণ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
ভালুকের হামলার একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দৌড়ে এসে নারায়ণের উপর ঝাঁপিয়ে পড়ে ভালুকটি। তাঁকে ক্রমাগত আঁচড়াতে থাকে। এর পর নারায়ণকে দু’হাতের মাঝখানে ধরে পিষে দেওয়ার চেষ্টাও করে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
উল্লেখ্য, ভালুকের হানায় দু’জনের মৃত্যুতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তবে ভালুকটি এখনও ধরা পড়েনি। প্রাণীটিকে ধরতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন বন আধিকারিকেরা।