ইউকো ব্যাঙ্ক। ছবি: সংগৃহীত।
রাষ্ট্রায়ত্ত সংস্থা ইউকো ব্যাঙ্কে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ব্যাঙ্কের তরফে। তাতে বলা হয়েছে, চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে। আগ্রহীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
চিফ ডিজিটাল অফিসার পদে এই নিয়োগ। একটি শূন্যপদ রয়েছে। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে এক বছর বা তিন বছর। এর পরে শর্তসাপেক্ষে এই মেয়াদ বাড়ানো হতে পারে। আবেদনের জন্য প্রার্থীর বয়স ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। ভারত, নেপাল বা ভুটানের নাগরিক হওয়া দরকার। পাশাপাশি, কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স/ ইনফরমেশন টেকনোলজি বিষয়ে ব্যাচেলর অফ টেকনোলজি/ ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা চাই। পাশাপাশি, ব্যাঙ্কে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আবেদন করবেন কী ভাবে?
ইউকো ব্যাঙ্কের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। সঙ্গে আবেদনমূল্য জমা দেওয়া দরকার। ১০ ফেব্রুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে ইউকো ব্যাঙ্কের ওয়েবসাইটটি দেখতে পারেন।