viral video of wedding

মুরগি-মটনের জন্য জোর লড়াই, অনাদরে পড়ে রইল নিরামিষ কাউন্টার! বিয়েবাড়ির ভিডিয়ো ভাইরাল

নিমন্ত্রিতেরা পাতে খাবার তোলার জন্য যে ভাবে হুড়োহুড়ি করছেন তা দেখে তাজ্জব হয়ে গিয়েছেন অনেকেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১৬:২৬
Share:

ছবি: সংগৃহীত।

বিয়েবাড়ি মানেই হইহুল্লোড়, আনন্দ, পরিচিতদের সঙ্গে দেখা আর নানা সুস্বাদু খাবার। বিয়ের অনুষ্ঠানের মানেই জাঁকজমক। এখনও ভারতীয় বিয়ের অনুষ্ঠানে খাবারের মেনুই নিমন্ত্রিতদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয়। সম্প্রতি এমনই এক ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশিত হয়েছে যা দেখে ব্যাপক প্রতিক্রিয়া দিয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। সাধারণত বিয়েবাড়ির দৃশ্যের থেকে অনেকটাই ভিন্ন এই ভিডিয়োর দৃশ্যগুলি। নিমন্ত্রিতেরা পাতে খাবার তোলার জন্য যে ভাবে হুড়োহুড়ি করলেন তা দেখে তাজ্জব হয়ে গিয়েছেন অনেকেই। ভিডিয়োটি পোস্ট হওয়ার পর থেকে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘সোয়াগসেডক্টর’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, খাবারের জন্য রীতিমতো কাড়াকাড়ি পড়ে গিয়েছে একটি বিয়েবাড়িতে। এই ধরনের অনুষ্ঠানে সাধারণত নিরামিষ ও আমিষ খাবারের আলাদা জায়গায় রাখা হয়ে থাকে। ভিডিয়োয় দেখা গিয়েছে, নিমন্ত্রিতদের প্রায় সকলেই আমিষ পদ পাতে নেওয়ার জন্য হামলে পড়ছেন। একে অপরের ঘাড়ের উপর উঠে কাড়াকাড়ি করে খাবার নেওয়ার চেষ্টা করছেন। অতিথিদের পাতে খাবার দিতে হিমশিম খাচ্ছেন পরিবেশকেরাও।

অন্য দিকে, নিরামিষ পদের দিকে কোনও অতিথিকে যেতে দেখা যায়নি। সেখানে খাবার পরিবেশকদের মাছি তাড়াতে দেখা গিয়েছে। হরেক পদের নিরামিষ খাবার থাকা সত্ত্বেও তাতে বিশেষ আগ্রহ দেখাননি অতিথিরা, এমনটাই দেখা গিয়েছে ভিডিয়োয়। ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট হওয়ার পর থেকে ছ’লক্ষেরও বেশি লাইক জমা পড়েছে। ভিডিয়োটি কয়েক লক্ষ বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। নিরামিষ না আমিষ খাবারের মধ্যে কে জিতল সেই নিয়ে বিতর্ক যাতে না ছড়ায় তার জন্য ভিডিয়োর মন্তব্য বিভাগটি বন্ধ করে দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement