Congress Protest

বিধুড়ীর মন্তব্য নিয়ে অবরোধে কংগ্রেস

মধ্য কলকাতায় ২৯ নম্বর ওয়ার্ডের নারকেলডাঙা খালপুলে মঙ্গলবার পথ অবরোধ করেছিলেন দলের নেতা-কর্মীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ০৪:৪১
Share:

নারকেলডাঙায় কংগ্রেসের প্রতিবাদ ও অবরোধ। —নিজস্ব চিত্র।

কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী বঢরাকে নিয়ে দিল্লি বিধানসভা ভোটের বিজেপি প্রার্থী রমেশ বিধুড়ীর ‘রুচিহীন’ মন্তব্যের প্রতিবাদে পথে নামল কংগ্রেস। মধ্য কলকাতায় ২৯ নম্বর ওয়ার্ডের নারকেলডাঙা খালপুলে মঙ্গলবার পথ অবরোধ করেছিলেন দলের নেতা-কর্মীরা। বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন অরবিন্দ কোরি, মহম্মদ শামিম আখতার, অর্ঘ্য গণ-সহ কংগ্রেস নেতৃত্ব। তাঁদের দাবি, বিধুড়ীকে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। এর আগে সোমবারই রমেশের বিরুদ্ধে শিলিগুড়ি শহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement