ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
জাপানের বাসিন্দা তরুণ। কিন্তু বেশ কিছু দিন ধরে ভারতে রয়েছেন তিনি। ভারতে থাকার সময় হজমোলার সঙ্গে পরিচিতি হয় তাঁর। তাই তাঁর ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং আত্মীয়দের জন্য জাপানে হজমোলা নিয়ে যান তিনি। জীবনে প্রথম বার হজমোলার স্বাদ পেয়ে কেমন বেহাল দশা হয় জাপানিদের, তা ক্যামেরাবন্দি করে সেই ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেন তরুণ (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
কোকি শিশিদো নামে এক তরুণ পেশায় প্রভাবী। জাপানের এই বাসিন্দা ভারতে ঘুরতে এসেছেন। সেখানকার নানা ধরনের অভিজ্ঞতা সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেন কোকি। ভারতে এসে প্রথম হজমোলা খান তিনি। সাধারণত ভারী খাওয়াদাওয়ার পর খাবার হজম করতে সাহায্য করে হজমোলা। তার স্বাদও চটকদার। এই স্বাদ জিভের পাশাপাশি মনেও ধরেছিল কোকির। তাই জাপানে তাঁর যে আত্মীয় এবং বন্ধুবান্ধবেরা রয়েছেন, তাঁদেরও হজমোলা খাওয়ান তরুণ।
ভিডিয়োয় দেখা যায়, কোকি তাঁর দাদু-দিদাকে হজমোলা দিয়েছেন। তা মুখে দিয়ে চোখমুখ কুঁচকে ফেলেছেন তাঁরা। যেন মুখ থেকে ফেলে দিতে পারলেই বেঁচে যান। কয়েক জন বন্ধুকেও হজমোলা খেতে দিয়েছিলেন কোকি। কেউ হজমোলা খেয়ে মুখ হাঁ করে ফেলেছেন। কারও আবার ক্যামেরার দিক থেকে মুখ ফিরিয়ে হজমোলাটি প্রায় বার করে ফেলার উপক্রম হয়। তবে কোকির দুই বন্ধু জাপানের এক রেস্তরাঁর মালিক। হজমোলা খেয়ে তাঁদের বেশ ভালই লাগে। হাত দিয়ে ইশারা করে ‘দুর্দান্ত স্বাদ’-এর ইঙ্গিতও দেন তাঁরা।