Viral

Viral: জিরাফ ধরে খাচ্ছিল দুই সিংহী, হানা দিল একদল হায়না, কী হল তার পর

দুই সিংহী একটি জিরাফ শিকার করেছিল। হায়নাদের ভয়ে খাবার ছেড়ে পালাল সিংহীরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২২ ১৪:৩১
Share:

হায়নাদের তাড়া খেয়ে পালাল সিংহীরা। ছবি টুইটার।

সকাল সকাল জিরাফ শিকার করেছিল দু’টি সিংহী। ভেবেছিল প্রাতরাশ পুরো জমে যাবে! সবে খাওয়া-দাওয়া শুরু করেছে সিংহীরা। খাবারের গন্ধে চারদিক ম ম করছে!

Advertisement

এমন সময় খাবারের গন্ধে সেখানে দৌড়ে এল ক্ষুধার্ত হায়নার দল। এর পর দুই সিংহীর শিকার করা জিরাফটি রীতিমতো ছিনিয়ে নিল ২০টি হায়না। এমনই একটি ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিয়োতে দেখা গিয়েছে, হায়নারা গিয়ে শিকারটি কেড়ে নিল। দুই সিংহীকে তাড়া করে ভাগিয়ে দিল সেখান থেকে। তার পর দল বেঁধে জিরাফটি খেল তারা।

Advertisement

সংবাদ সংস্থা সূত্রে খবর, দক্ষিণ আফ্রিকার স্কুকুজা গল্ফ ক্লাবে এই মুহূর্ত ক্যামেরাবন্দি করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement