Ajith Kumar Car Crash

গাড়ি নিয়ে ১৮০ কিমি বেগে রেসিং ট্র্যাকের দেওয়ালে ধাক্কা দক্ষিণী নায়কের! থামল কয়েক চক্কর খেয়ে

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আসন্ন ২৪ ঘণ্টার রেসিং প্রতিযোগিতায় অংশ নিতে বর্তমানে দুবাইয়ে রয়েছেন অজিত। সেই রেসিং প্রতিযোগিতারই অনুশীলন চলছিল ট্র্যাকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ১২:৩৩
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

ভয়াবহ দুর্ঘটনার কবলে দক্ষিণী সুপারস্টার অজিত কুমার। এক গাড়ির রেসের অনুষ্ঠানে অংশ নিতে দুবাই গিয়েছেন অজিত। সেখানেই অনুশীলন চলাকালীন দুর্ঘটনার কবলে পড়ে তাঁর পোর্শে গাড়ি। ঘণ্টায় ১৮০ কিলোমিটার গতিতে ছুটছিল গাড়িটি। দক্ষিণী তারকা নিজেই সেই গাড়ি চালাচ্ছিলেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অনুশীলন চলাকালীন গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে প্রচণ্ড গতিতে রেসিং ট্র্যাকের পাশের দেওয়ালে ধাক্কা মারেন অভিনেতা। ট্র্যাকের মধ্যেই বেশ কয়েক চক্কর খায় গাড়িটি। গাড়িটির সামনের অংশ একেবারে দুমড়েমুচড়ে যায়। যদিও অজিত আহত হননি বলেই খবর। ভয়াবহ সেই দুর্ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আসন্ন ২৪ ঘণ্টার রেসিং প্রতিযোগিতায় অংশ নিতে বর্তমানে দুবাইয়ে রয়েছেন অজিত। সেই রেসিং প্রতিযোগিতারই অনুশীলন চলছিল ট্র্যাকে। অনুশীলন পর্ব শেষ হওয়ার কয়েক মিনিট আগেই দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, অনুশীলন চলাকালীন রেসিং ট্র্যাকের পাশের দেওয়ালে ধাক্কা মারে অভিনেতার গাড়ি। গাড়ির চালকের আসনে বসেছিলেন অভিনেতা নিজে। দুর্ঘটনার পরে গাড়িটির সামনের অংশ দুমড়ে যায়। এর পর নিয়ন্ত্রণ হারিয়ে সাত চক্কর খেয়ে গাড়িটি রেসিং ট্র্যাকের মাঝামাঝি গিয়ে থেমে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। দুর্ঘটনার পরেই অভিনেতাকে উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর থেকেই দক্ষিণী সুপারস্টারের অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ। যদিও অনুরাগীদের দুশ্চিন্তা দূর করে অভিনেতার ম্যানেজার সুরেশ চন্দ্র একটি বিবৃতি প্রকাশ করে বলেছেন, ‘‘অজিত অক্ষত এবং সুস্থ রয়েছেন। যখন ঘটনাটি ঘটে তখন তিনি ১৮০ কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছিলেন।’’

Advertisement

উল্লেখ্য, অভিনেতা ‘অজিত কুমার রেসিংয়ের মালিক। রেসিং গাড়ি এবং বাইকের শখ রয়েছে অভিনেতা। নিয়ম করে রেসিং প্রতিযোগিতায় অংশ নেন তিনি। অজিত এবং তাঁর তিন সতীর্থ— ম্যাথিউ ডেট্রি, ফ্যাবিয়ান ডাফিউক্স এবং ক্যামেরন ম্যাকলিওডের দুবাইয়ের ওই প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement