রুদ্ধশ্বাস লড়াইয়ের সেই মুহূর্ত। ছবি টুইটার।
জলাশয়ের পাশে চড়ে একলা ঘুরছিল একটি হাতি। আচমকা হামলা চালাল সিংহীদের দল। একটা নয়, দুটো নয়, এক সঙ্গে ১৪টি সিংহী ঝাঁপিয়ে পড়ল হাতিটির উপর।
এমনই একটি ভিডিয়ো টুইট করেছেন সুশান্ত নন্দা নামে বন দফতরের এক আধিকারিক। ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি সিংহী হাতির পিঠে চড়ে আক্রমণের চেষ্টা করছে। বাকি সিংহীরা কেউ হাতিটির লেজ মুখে নিয়েছে, কেউ আবার তেড়ে যাচ্ছে হাতিটির দিকে। এই অবস্থায় ঘাবড়ে না গিয়ে প্রতিরোধের চেষ্টা করল হাতিটি।
বেশ কয়েক বার দৌড়ে সিংহীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করল হাতিটি। কখনও সামনে এগিয়ে, আবার কখনও পিছিয়ে গিয়ে সিংহীদের কবল থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করল। এর পর ধীরে ধীরে জলাশয়ের দিকে এগোল হাতিটি। তার দেখাদেখি সিংহীরাও তার পিছু নিল। কিন্তু সামনে কিছুটা এগোনোর পর হাতিটি আচমকা ফিরে এসে সিংহীদের তাড়া করল। আর তাতেই পগারপার হল সিংহীদের দল।
ভিডিয়োটি টুইট করে ওই বন আধিকারিক লিখেছেন, ‘১৪ জন সিংহীকে একাই হারিয়ে দিল হাতিটি। তা হলে জঙ্গলের আসল পশুরাজ কে?’