কলকাতা হাই কোর্টে মামলা দায়ের এপিডিআর-এর। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
এ বারের কলকাতা বইমেলায় তাদের স্টল করতে দেওয়া হচ্ছে না! গিল্ডের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (এপিডিআর)। বিষয়টি গড়িয়েছে কলকাতা হাই কোর্ট পর্যন্ত। মামলা করার অনুমতি চেয়ে আবেদন করে এপিডিআর। বুধবার সেই আবেদন মঞ্জুর করেন বিচারপতি অমৃতা সিংহ।
কলকাতা বইমেলায় সাধারণত স্টল করার জায়গা দেওয়া হয় এপিডিআর-কে। কিন্তু এ বার তাদের স্টল বসানোর অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ কলকাতা বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের বিরুদ্ধে। কেন অনুমতি দেওয়া হল না, সেই প্রশ্ন তুলে হাই কোর্টে মামলা করার অনুমতি চায় এপিডিআর।
তাদের আবেদন, বইমেলায় স্টল বণ্টনে স্বচ্ছতা দেখাচ্ছে না গিল্ড। যত দিন পর্যন্ত বইমেলায় তাদের স্টল করার অনুমতি দেওয়া না হয়, তত দিন গিল্ড স্টল বণ্টন স্থগিত রাখুক। এপিডিআরের আইনজীবী ঝুমা সেন বিচারপতি সিংহের এজলাসে মামলা করার অনুমতি চান। একই সঙ্গে দ্রুত শুনানির আর্জিও জানিয়েছেন তিনি। বিচারপতি সিংহ মামলা করার অনুমতি দিয়েছেন। আগামী ১০ জানুয়ারি, শুক্রবার এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।
এ বারের বইমেলায় ‘বাংলাদেশ’-এর থাকা অনিশ্চিত। মেলায় অংশগ্রহণকারী দেশের তালিকায় নেই ভারতের পড়শি দেশের নাম। এ প্রসঙ্গে সম্প্রতি গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় জানান, বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না হলে তাদের পক্ষে বইমেলায় আসা অসম্ভব। যদি কেন্দ্রীয় সরকার কোনও নির্দেশ না দেয়, তা হলে বাংলাদেশকে অংশগ্রহণ করতে বলার প্রশ্নই ওঠে না। তবে বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়নের জন্য বরাদ্দ জায়গা ফাঁকা পড়ে থাকবে না। অংশগ্রহণকারী দেশের তালিকায় বাংলাদেশের নাম না-থাকা নিয়ে সমালোচনা করেছিল এপিডিআর। তাদের অভিযোগ, বাংলাদেশ নিয়ে সমালোচনা সহ্য হয়নি গিল্ডের। তাই এপিডিআর-কে জায়গা দেওয়া হয়নি।