ছবি: এক্স থেকে নেওয়া।
মধ্যগগনে মেঘের উপর দাঁড়িয়ে রয়েছেন দু’জন ‘মানুষ’! নড়াচড়াও করছেন। বাণিজ্যিক বিমানের জানলা থেকে ক্যামেরাবন্দি করা হয়েছে এমনই এক দৃশ্য। পুরো বিষয়টিকে কেন্দ্র করে হইচই পড়েছে। ইতিমধ্যেই ‘ভিন্গ্রহী’ তত্ত্ব খাড়া করেছেন নেটাগরিকেরা। পুরো ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।)
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বাণিজ্যিক বিমানের জানলার ভিতর থেকে বাইরের দৃশ্য ক্যামেরাবন্দি করছেন এক জন যাত্রী। হঠাৎ মেঘের চাদরের উপরে মানুষের মতো দেখতে দু’টি অবয়ব দেখা যায়। সেই অবয়বগুলির নীচে তাদের ‘ছায়া’ও দেখা যাচ্ছিল। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভাইরাল ভিডিয়োটিকে কেন্দ্র করে আলোড়ন পড়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটি কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা স্পষ্ট নয়।
মায়রা মুর নামে এক মহিলার এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। প্রায় ৫০ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিকদের একাংশের দাবি, ভিডিয়োয় যে অবয়ব দেখা যাচ্ছে, তা ভিন্গ্রহীদের। যদিও অন্য অংশের দাবি, মেঘগুলি এমন ভাবে রয়েছে, তাতে দৃষ্টিভ্রম তৈরি হয়েছে। আদতে ওখানে কোনও মানুষ নেই। আবার অনেকের অনুমান, শিল্পাঞ্চলের গ্যাস থেকে মেঘে ওই ধরনের আকৃতি তৈরি হয়েছে।
ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘কী দেখলাম বিশ্বাস হচ্ছে না। এ কোনও ভিন্গ্রহী না কোনও মানুষ?’’ আবার অন্য এক জন লিখেছেন, ‘‘প্রকৃতির খেলা। মেঘ এমন ভাবে তৈরি হয়েছে যে মনে হচ্ছে দু’জন মানুষ দাঁড়িয়ে রয়েছে।’’