Viral Video

‘ভুলভাল জায়গায় নিয়ে এসেছ’, ক্যাবচালককে মার মত্ত তরুণীর, চালক কী করলেন? ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি অ্যাপ ক্যাবের পিছনের আসনে বসে রয়েছেন এক মত্ত তরুণী। পিছন থেকেই ক্যাবচালককে ঘুষি মারছেন তিনি। তাঁর দাবি, ক্যাবচালক তাঁকে ভুল জায়গায় নামিয়ে দিচ্ছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ ০৯:০১
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

ভুল জায়গায় নিয়ে এসেছেন অ্যাপ ক্যাবের চালক। এমনটাই দাবি করে ওই চালককে মারধর করলেন এক মত্ত তরুণী। ঘটনাটি ঘটেছে দুবাইয়ে। দুবাইয়ের ওই তরুণী দাবি করেন, ক্যাবচালক তাঁকে ভুল জায়গায় পৌঁছে দিয়ে চলে যেতে চাইছেন। অন্য দিকে ওই চালকের দাবি, তিনি তরুণীকে ম্যাপ দেখে ঠিক জায়গাতেই নামিয়েছেন, তবুও ওই তরুণী তাঁকে মারধর করেছেন। পুরো ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি অ্যাপ ক্যাবের পিছনের আসনে বসে রয়েছেন এক মত্ত তরুণী। পিছন থেকে ক্যাবচালককে ঘুষি মারছেন তিনি। তাঁর দাবি, ক্যাবচালক তাঁকে ভুল জায়গায় নামিয়ে দিচ্ছেন। প্রচুর মদ্যপানের কারণে তাঁর কথা জড়িয়ে যাচ্ছে। অন্য দিকে, ক্যাবচালককে বলতে শোনা যাচ্ছে, ‘‘আমাকে দয়া করে মারবেন না। আমাকে স্পর্শ করবেন না। আমি মানচিত্র দেখে এসেছি। আপনি এই জায়গায় আসার জন্যই ক্যাব ভাড়া করেছিলেন।’’ কিন্তু মহিলা তার পরেও কোনও কথা শোনেননি। ক্যাবচালককে পিছন থেকে মারতেই থাকেন তিনি। এর পর আরও কয়েক বার তাঁর গায়ে হাত না দেওয়ার জন্য অনুরোধ করেন ওই চালক। তার পরেও কোনও লাভ না হওয়ায় ওই চালক গাড়ি থেকে বেরিয়ে যান। তবে ওই মত্ত তরুণী বলতেই থাকেন যে, ‘‘এত ভাড়া হয়েছে কী করে? আমাকে ঠিক জায়গায় পৌঁছে দাও। আমি এই জায়গায় আসতে চাইনি।’’ সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

মঙ্গলবার ‘ঘর কা কলেশ’ নামে এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক-কমেন্টের ঝড় বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। নেটাগরিকদের একাংশ, মত্ত অবস্থায় ওই ক্যাবচালককে মারধরের প্রতিবাদ করলেও অন্য একাংশের দাবি, মহিলা সত্যি কথাও বলতে পারেন। সত্যিই হয়তো তাঁকে ভুল জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement