Mahakumbh 2025

মহাকুম্ভে মৃত মায়ের ছবি নিয়ে পুণ্যস্নান ছেলের! ‘আদর্শ পুত্রের’ তকমা দিল নেটমাধ্যম

ছবিটি পোস্ট করা হয়েছে ‘মিশ্রাইন’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। সেই পোস্টে ওই নেটাগরিক লিখেছেন, তাঁর বাবা সম্প্রতি উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় যোগ দিয়েছিলেন এবং ত্রিবেণী সঙ্গমে স্নান করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৬:১০
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

১৩ জানুয়ারি, সোমবার থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। এই মেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। মহাকুম্ভ আয়োজিত হচ্ছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। গঙ্গা, যমুনা এবং অন্তঃসলিলা সরস্বতী নদীর পবিত্র সঙ্গমস্থলে লক্ষ লক্ষ ভক্ত জড়ো হয়েছেন পুণ্যস্নান করতে। কেউ কেউ একা এসেছেন। কেউ এসেছেন পরিবারকে সঙ্গে নিয়ে। তবে এক পুণ্যার্থী এসেছিলেন মৃত মাকে ‘নিয়ে’। মায়ের একটি ছবি নিয়ে কুম্ভস্নান করতে নামেন তিনি। নিজে স্নান করেন। ‘স্নান করান’ ছবিটিকেও। সেই ঘটনারই একটি ছবি প্রকাশ্যে এসেছে সম্প্রতি। ভাইরাল হয়েছে সেই ছবি (যদিও ছবিটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

ছবিটি পোস্ট করা হয়েছে ‘মিশ্রাইন’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। সেই পোস্টে নেটাগরিক লিখেছেন, তাঁর বাবা সম্প্রতি উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় যোগ দিয়েছিলেন। ত্রিবেণী সঙ্গমে স্নানও করেন তিনি। তাঁর বাবা স্নান করতে যাওয়ার সময় মৃত মায়ের ছবি নিয়ে জলে নেমেছিলেন বলে তিনি জানিয়েছেন।

ছবিটি ভাইরাল হতেই হইচই পড়েছে সমাজমাধ্যমে। ওই নেটাগরিকের বাবার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকে। কেউ কেউ আবার তাঁকে ‘আদর্শ পুত্র’ তকমা দিয়েছেন। এক জন লিখেছেন, ‘‘সবার যেন এ রকম একজন ছেলে থাকে।’’ নেটাগরিকদের অনেকে আবার নিজেদের মায়ের কথা মনে করে দুঃখপ্রকাশ করেছেন।

Advertisement

উল্লেখ্য, এ বছর ১৩ জানুয়ারি (পৌষ পূর্ণিমা), ১৪ জানুয়ারি (মকর সংক্রান্তি), ২৯ জানুয়ারি (মৌনী অমাবস্যা), ৩ ফেব্রুয়ারি (বসন্ত পঞ্চমী), ১২ ফেব্রুয়ারি (মাঘী পূর্ণিমা) এবং ২৬ ফেব্রুয়ারি (শিবরাত্রি) শাহি স্নানের তিথি রয়েছে। ১২ বছর অন্তর প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা হয়। মহাকুম্ভ উপলক্ষে নতুন করে সাজানো হয়েছে উত্তরপ্রদেশের এই শহরকে। এ বছরের মহাকুম্ভে সব মিলিয়ে ৪৫ কোটিরও বেশি ভক্তের সমাগম হবে বলে মনে করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement