ছবি: সংগৃহীত।
পুণ্য অর্জন সহযোগে বাড়তি রোজগার! এমন সুযোগ আসে কমই। প্রয়াগরাজের মহাকুম্ভে গিয়ে ভ্রমণ ভ্লগার হয়ে গেলেন চা-বিক্রেতা। বিশাল চৌধরি নামের এক যুবককে দেখা গেল কেটলি হাতে চা বিক্রি করতে। অর্থাৎ রথ দেখা কলা বেচা, দুই-ই চলছে সমান তালে। ভ্রমণ ভ্লগারের চা বিক্রির ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট হতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। নিজের ভ্রমণের ভ্লগ থেকে সেই ভিডিয়ো পোস্ট করেছেন বিশাল। এক হাতে গরম চায়ের কেটলি ও অন্য হাতে ধরা একটি বড় পাত্রে রয়েছে লেবু, চা পাতার কৌটো, কাপ ও অন্যান্য সরঞ্জাম। মেলায় আসা পুণ্যার্থীদের কাছে চা বিক্রি করতে দেখা গিয়েছে সেই ভিডিয়োয়। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করে বিশাল লেখেন, ‘‘বন্ধুরা, আমি এখন মহাকুম্ভ মেলায় রয়েছি। আমি এখানে একটি নতুন ব্যবসার ধারা খুঁজে পেয়েছি। মহাকুম্ভ মেলা দেখতে আসবেন ৪০-৫০ কোটি মানুষ। আমি তাঁদের কাছে লেবু চা বিক্রি করব। লেবুর চা দুধের খরচ বাঁচাবে। এই ব্যবসার পুঁজি বলতে চা, লেবু ও মশলা, যা আমাকে লাখপতি করে তুলতে পারে।’’ তাঁর ধারণা, প্রতি দিন ১০ টাকা করে এক কাপ চা বিক্রি করে ১০ হাজার টাকা উপার্জন করতে পারবেন। সেই হিসাবে পাঁচ দিনে চা বিক্রি করে ৫০ হাজার টাকা রোজগার করতে পারবেন বলে জানিয়েছেন বিশাল।
বিশালের নতুন উদ্যোগের বিপুল প্রশংসা করেছেন নেটাগরিকরা। এখনও পর্যন্ত তাঁর চা বিক্রির ভিডিওটি ইনস্টাগ্রামে ৯০ লক্ষ বার দেখা হয়েছে এবং সেটি পাঁচ লাখেরও বেশি লাইক পেয়েছে।