Johnny Sins

কত ‘বডি কাউন্ট’ নীল ছবির জনপ্রিয় তারকার? জানালেন জনি নিজেই! কী অর্থ এই শব্দযুগলের?

সম্প্রতি ‘ইয়াহ ম্যাড’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডলের পডকাস্টে যোগ দিয়েছিলেন জনি। সেখানেই সঞ্চালক তাঁকে জিজ্ঞাসা করেন, তাঁর বডি কাউন্ট কত? জনির উত্তর শুনে বিস্মিত হয়ে যান সঞ্চালক থেকে আগত অতিথিরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ০৮:০৩
Share:

নীল ছবির তারকা জনি সিনস্‌। ছবি: সংগৃহীত।

তাঁর ‘বডি কাউন্ট’ কত? নিজের মুখে জানালেন নীল ছবির তারকা জনি সিনস। জানালেন, তাঁর ‘বডি কাউন্ট’ প্রায় আড়াই হাজার। জনির সেই মন্তব্যের পরেই হইচই পড়েছে সমাজমাধ্যমে। তার পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কী এই ‘বডি কাউন্ট’?

Advertisement

সম্প্রতি ‘ইয়াহ ম্যাড’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডলের পডকাস্টে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই সঞ্চালক তাঁকে জিজ্ঞাসা করেন, তাঁর ‘বডি কাউন্ট’ কত? উত্তরে জনি বলেন, ‘‘আমি সঠিক ভাবে বলতে পারব না। তবে আনুমানিক বলতে পারি, আড়াই হাজারের মতো।’’ জনপ্রিয় পর্ন তারকার সেই কথা শুনে, বিস্মিত হয়ে যান সঞ্চালক থেকে শুরু করে আগত অতিথিরা। অনেকে হাসাহাসি শুরু করেন। সেই সাক্ষাৎকারের একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। হইচই পড়েছে ভিডিয়োটি নিয়ে।

ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর নেটাগরিকদের একাংশ প্রশ্ন তুলেছেন, ‘ব়ডি কাউন্ট’ বলতে আসলে কিসের কথা বোঝানো হচ্ছে এখানে? নেটাগরিকদের মধ্যে যাঁরা বিষয়টি জানেন, তাঁরা জানিয়েছেন, ‘বডি কাউন্ট’ নেটমাধ্যমে প্রচলিত একটি কথা। তরুণ প্রজন্মই এই কথা বেশি ব্যবহার করেন। এক জন ব্যক্তি মোট কত জনের সঙ্গে সঙ্গম করেছেন, সেই সংখ্যা বোঝাতে ব্যবহৃত হয় এই শব্দযুগল। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ‘বডি কাউন্ট’ শব্দটি জনপ্রিয়তা পায় ২০২০ সাল নাগাদ। সমাজমাধ্যম ‘টিকটক’-এ এই শব্দ প্রথম ব্যবহার শুরু করেন নেটাগরিকেরা।

Advertisement

উল্লেখ্য, গত বছরই ভারতে এসেছিলেন নীল ছবির তারকা জনি। অভিনেতা রণবীর সিংহের সঙ্গে বিজ্ঞাপনে কাজ করেছিলেন তিনি। যৌনশক্তি বৃদ্ধির পণ্যের বিজ্ঞাপনে দেখা গিয়েছিল দুই তারকাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement