Viral Video

১০০ টাকায় একটি কলা! বিদেশিকে দেখে দাম চড়ালেন ফলবিক্রেতা, ভিডিয়ো ভাইরাল

স্কটল্যান্ডের বাসিন্দা হিউ। সম্প্রতি হায়দরাবাদে গিয়েছিলেন তিনি। রাস্তায় এক ফলবিক্রেতাকে দেখে কলার দাম জানতে চাইলেন হিউ। ফলবিক্রেতা জানান, একটি কলার দাম ১০০ টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১৫:২০
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

দেশবিদেশের নানা জায়গার খাবার চেখে দেখাই শখ তরুণের। স্কটল্যান্ডের সেই তরুণ বাসিন্দা এসেছেন ভারত সফরে। ভারতের নানা শহরে গিয়ে সেখানকার ‘স্ট্রিট ফুড’ খাচ্ছেন তিনি। সম্প্রতি হায়দরাবাদ গিয়েছেন তিনি। রাস্তায় হাঁটার সময় এক ফলবিক্রেতাকে ফলভর্তি ভ্যান নিয়ে যেতে দেখে তাঁর পথ আটকালেন বিদেশি তরুণ। ফলবিক্রেতার কাছ থেকে কলা কিনবেন বলে দামও জানতে চাইলেন তিনি। কিন্তু একটি কলার দাম শুনেই চমকে উঠলেন তরুণ। একটি মাত্র কলার মূল্য ১০০ টাকা! সমাজমাধ্যমের পাতায় সেই ভিডিয়োই পোস্ট করেছেন তরুণ (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘হিউ.অ্যাব্রড’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। অ্যাকাউন্টটি তরুণের নিজের। পেশায় ভ্লগার তিনি। ইউটিউবেও নিজের চ্যানেল রয়েছে তাঁর। স্কটল্যান্ডের বাসিন্দা হিউ। সম্প্রতি হায়দরাবাদে গিয়েছিলেন তিনি। রাস্তায় এক ফলবিক্রেতাকে দেখে কলার দাম জানতে চাইলেন হিউ। ফলবিক্রেতা জানান, একটি কলার দাম ১০০ টাকা। দাম শুনে প্রথমে বিশ্বাস করতে চাইছিলেন না হিউ। ভেবেছিলেন, ফলবিক্রেতা তাঁর কথা বুঝতে ভুল করে ফেলেছেন। হিউ জানান যে, তিনি একটি মাত্র কলাই কিনতে চান। তবুও ফলবিক্রেতার কথার নড়নচড়ন হল না।

তিনি জানান, ১০০ টাকার বিনিময়েই একটি কলা কিনতে হবে। হিউ বলেন, ‘‘এত দাম দিয়ে একটি কলা কিনতে পারব না। বিদেশিদের জন্য এমন দাম রাখা হয়েছে নাকি!’’ হিউ ফল কিনবেন না শুনে ফলভর্তি ভ্যান নিয়ে এগিয়ে গেলেন ফলবিক্রেতা। হিউ পরে বলেন, ‘‘ব্রিটেনে এই দামে আমি আটটি কলা কিনতে পারি। জানি না, এখানে একটি কলার দাম কী করে এত হয়?’’ ভিডিয়োটি সেখানেই শেষ হয়ে যায়। নিজের ইনস্টাগ্রামের পাতায় হিউ এই ভিডিয়োটি পোস্ট করতেই মন্তব্যের ঝড় ওঠে। নেটাগরিকদের একাংশ ফলবিক্রেতার হয়ে তাঁর কাছে ক্ষমাপ্রার্থনাও করেন। এক জন লেখেন, ‘‘আপনি বিদেশি বলে আপনার কাছে এমন দাম চেয়েছেন। উনি ঠিক করেননি। ভারতে এসে আপনার এমন অভিজ্ঞতা হয়েছে জেনে দুঃখিত।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement