ছবি: সংগৃহীত।
নতুন ছবি মুক্তি পাওয়ার আগে হোক অথবা নিজের জন্মদিনে— জীবনের যে কোনও গুরুত্বপূর্ণ সময়ে তিরুপতি দর্শনে যান বলি অভিনেত্রী জাহ্নবী কপূর। নতুন বছরের শুরুতেও তিরুপতি দর্শনে যান তিনি। কিন্তু এ বার তাঁকে একা দেখা যায়নি। সঙ্গে ছিলেন তাঁর হবু শাশুড়িও। সমাজমাধ্যমে সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘পিঙ্কভিলা’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, তিরুপতি দর্শন করবেন বলে মন্দির চত্বরে হাঁটছেন অভিনেত্রী। জাহ্নবীর পাশে ছিলেন শিখর পাহাড়িয়া। বলিপাড়া সূত্রে খবর, শিখরের সঙ্গে দীর্ঘ দিন সম্পর্কে রয়েছেন নায়িকা।
জাহ্নবীর সঙ্গে শুধু তাঁর প্রেমিক-ই ছিলেন না। ছিলেন শিখরের মা-ও। প্রেমিক এবং প্রেমিকের মায়ের সঙ্গে অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে নতুন বছরের শুরুতে পুজো দিতে গেলেন শ্রীদেবীর কন্যা।