সংগৃহীত চিত্র।
বিশেষ ভাবে সক্ষম তরুণ-তরুণীদের স্বনির্ভর করতে চাকরির সুযোগ দিচ্ছে ডিরেক্টর অফ এমপ্লয়মেন্ট। প্রথম দফায় ১২৫ জন তরুণ-তরুণীর ইন্টারভিউ নেওয়া হবে। তবে শুধু চাকরি নয়, বিশেষ ভাবে সক্ষমদের অভিভাবকদের জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থাও করছে সরকার।
ডিরেক্টর অফ এমপ্লয়মেন্টের অধীনস্থ ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বজবজ এবং অফিস অফ দ্য জয়েন্ট ডিরেক্টর এমপ্লয়মেন্ট সাউথ ২৪ পরগনার এই উদ্যোগ। তিনটি নামী বেসরকারি সংস্থা বিভিন্ন বিভাগে ১২৫ জন কর্মী নিয়োগ করবে বলে জানাচ্ছেন উদ্যোক্তারা। দক্ষিণ ২৪ পরগনার অ্যাডিশন্যাল ডিরেক্টর অফ এমপ্লয়মেন্ট-এর শাশ্বতী মুখোপাধ্যায় বলেন, ‘‘শুধু স্পেশাল ইন্টারভিউয়ের ব্যবস্থা নয়, পাশাপাশি অভিভাবকদের কাউন্সেলিংয়ের ব্যবস্থাও করা হয়েছে। মূল উদ্দেশ্য বিশেষ ভাবে সক্ষম তরুণ-তরুণীরাও যে স্বনির্ভর হতে পারে, তা অভিভাবকদের বোঝানো।’’
৮ই জানুয়ারি এক দিনব্যাপী এই ইন্টারভিউ ও কাউন্সেলিং প্রক্রিয়া চলবে। প্রথম দফায় এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্ত ১২৫ জন প্রার্থীকে ইন্টারভিউয়ে ডাকা হবে। তিনটি সংস্থা এলেও তারা পাঁচটি বিভাগে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করবে। ইন্টারভিউ দিতে হলে ৮ই জানুয়ারির মধ্যে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। পাশাপাশি প্রার্থীদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে।
শাশ্বতী জানিয়েছেন, শ্রবণ অক্ষমতা, মূকবধির এবং লোকোমোটর অক্ষমতা থাকলে আবেদন করা যাবে। এ ছাড়াও দৃষ্টি ক্ষেত্রে বিশেষ ভাবে সক্ষমরাও (লো আই ভিসন) আবেদন করতে পারবেন। মূলত বিশেষ ভাবে সক্ষমদের মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যেই এ হেন প্রচেষ্টা রাজ্য সরকারের তরফে।