ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
জঙ্গলের ভিতর দিয়ে তিরতির করে বয়ে চলেছে নদী। গভীর জঙ্গল থেকে দৌড়ে সেই নদীই পার করতে যাচ্ছিল একটি হরিণ। কিন্তু তাকে পিছন থেকে ধাওয়া করছিল বাঘের তিনটি শাবকছানা। হরিণটি আর পালানোর সুযোগ পেল না। পিছন থেকে ছুটে এসে একটি বাঘের ছানা হরিণের ঘাড়ে কামড় বসাল।
ঘাড়ে কামড় বসিয়ে তাকে টেনে নিয়ে গেল জলে। জলে হরিণের মাথা ডুবিয়ে তার ঘাড় কামড়ে ধরে রইল বাঘের শাবকটি। পিছন দিক থেকে দৌড়ে এল আরও দু’টি শাবক। হরিণকে শিকার করতে ব্যস্ত হয়ে পড়ল তারাও। সমাজমাধ্যমে হরিণ শিকারের এমন ভিডিয়োই ছড়িয়ে পড়েছে।
ঘটনাটি রাজস্থানের রণথম্ভোর জাতীয় উদ্যানে ঘটেছে। সেই জাতীয় উদ্যানের অ্যারোহেড নামের বাঘিনির সন্তান ওই তিন শাবক। তারাই সম্বর প্রজাতির একটি হরিণকে শিকার করছে। জঙ্গলে সাফারি করতে গিয়ে সেই দৃশ্য দেখতে পান পর্যটকেরা।
এমন দুর্লভ মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করে ফেলেন অনেকে। সেই ভিডিয়োই ‘রণথম্ভোরপার্ক’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামেরা পাতায় পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক বলেছেন, ‘‘জঙ্গলের কী আশ্চর্য খেলা! এমন দৃশ্যের সাক্ষী হতে পারাও ভাগ্যের ব্যাপার।’’