Blast in Malda

বোমাকে বল ভেবে মাঠে আছাড়! বিস্ফোরণে কেঁপে উঠল মালদহের কালিয়াচক, জখম দুই শিশু

স্থানীয় সূত্রের খবর, সোমবার দুপুরে কালিয়াচক থানার শেরশাহি-লক্ষ্মীপুর এলাকায় একটি বিস্ফোরণ হয়। সেখান থেকে দুটি শিশুকে জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ ১৯:১২
Share:

সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া বিস্ফোরণের ছবি।

আবার বোমা ফেটে শিশুদের জখম হওয়ায় ঘটনা। এ বার ঘটনাস্থল মালদহের কালিয়াচক। আশঙ্কাজনক অবস্থায় দুটি শিশুকে ভর্তি করানো হয়েছে মালদহ মেডিক্যাল কলেজে। ঘটনাস্থলে গিয়েছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, সোমবার দুপুরে কালিয়াচক থানার শেরশাহি-লক্ষ্মীপুর এলাকায় একটি বিস্ফোরণ হয়। সেখান থেকে দুটি শিশুকে জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, কুড়িয়ে পাওয়া বোমাকে বল ভেবে খেলতে গিয়ে এই কাণ্ড। বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

ইতিমধ্যে বিস্ফোরণস্থলের একটি সিসিটিভি ফুটেজ মিলেছে। তাতে দেখা যাচ্ছে, দুটি শিশু খেলছিল। এক জনের হাতে ছিল গোলাকার বস্তু। সে সেটি জোরে মাটিতে আছাড় মারার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। ওই রাস্তা দিয়ে এক ব্যক্তি যাচ্ছিলেন। তিনি আচমকা বিস্ফোরণে হতভম্ব হয়ে যান। অন্য দিকে, দুই শিশুকে দৌড়ে পালাতে দেখা যায়। পরে জানা যায়, তারা দু’জনেই আহত হয়েছে। এক জনের পা মারাত্মক ভাবে জখম হয়েছে। দুটি শিশু বর্তমানে মালদহ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। কোথা থেকে দুই শিশু বিস্ফোরক পেল, কারা বিস্ফোরকটি ফেলে গিয়েছে, সে সবের খোঁজ শুরু করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement