ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
হাতে প্রথম ক্যামেরা পেয়েছে পাঁচ বছরের শিশু। বাবা-মা এবং বোনের সঙ্গে বাইরে ঘুরতে গিয়েছে সে। বাইরে বরফের চাদরে ঢেকে গিয়েছে। সেই সুযোগ হাতছাড়া করতে চাইল না খুদে। সেই ক্যামেরা দিয়েই বোনের ‘ফোটোশুট’ করবে বলে ঠিক করে ফেলে সে। তাই ক্যামেরা নিয়ে আলোকচিত্রশিল্পীদের মতো নির্দেশ দিতে শুরু করে সে। সমাজমাধ্যমে সেই ভিডিয়োই পোস্ট করেছেন খুদের মা ম্যাডিসন মিলি (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘ম্যাডিসনমিলি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, হাতে পোলারয়েড ক্যামেরা নিয়ে ছবি তুলতে ব্যস্ত এক খুদে। তাকে জড়িয়ে ধরে রয়েছে তার বোন। হঠাৎ বোনকে নিজের মডেল বানানোর প্রস্তাব দিল খুদে। ক্যামেরার সামনে কী ভাবে পোজ় দিতে হবে তা-ও বলে দিল সে। দাদার নির্দেশ মেনে চলল বালিকা।
আবার কখনও খুদে তার বাবাকে বোনের উপর বরফের গুঁড়ো ছড়িয়ে দিতে বলছিল। ছবি কী ভাবে সুন্দর করে তোলা যায় তা নিয়েই ব্যস্ত ছিল বালক। মায়ের অনুরোধ রেখে মা এবং বোনের একসঙ্গে ছবিও তুলে দিল সে। ছবি তুলতে তুলতে ক্যামেরার পোলারয়েডের প্রথম প্যাক শেষ হয়ে গেল তার। ভিডিয়োটি দেখে খুদেকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটব্যবহারকারীদের অধিকাংশ। এক জন নেটাগরিক বলেছেন, ‘‘এতটুকু বয়স থেকেই ছবি তোলার আগ্রহ তৈরি হয়েছে। বোনের ছবি খুব যত্ন নিয়ে তুলে দিচ্ছে। দেখে মন ভাল হয়ে গেল।’’