Brain Teaser

এই তিনজনের মধ্যে এক জনেরই পোষ্য কুকুর রয়েছে, বলতে পারবেন কার? ছবিতই লুকিয়ে ক্লু

তিনজনের মধ্যে এক জন ফোনে কথা বলতে ব্যস্ত, একজন ব্যস্ত ল্যাপটপে কাজ করতে। আর এক জনের হাতে রয়েছে একটি বই। সেই বইয়ের বিষয়বস্তু কুকুর প্রশিক্ষণ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৩ ১৯:৫৫
Share:

ছবি: সংগৃহীত।

ধাঁধার সমাধান করতে কার না ভাল লাগে। জট ছাড়িয়ে সত্যের কাছাকাছি পৌঁছনোর আলাদা তৃপ্তি রয়েছে। সেই তৃপ্তির ভাগ হয় না। এই ধাঁধাটিও তেমন তৃপ্তি জোগাতে পারে। আপনাকে দিতে পার বুদ্ধিমত্তার প্রমাণ। ধাঁধাপ্রেমীরা বলছেন যাঁদের বুদ্ধিমত্তা বেশি, তাঁরা এই ধাঁধার সমাধান করতে বড়জোর ১৫ সেকেন্ড সময় নেবেন।

Advertisement

এই ধাঁধায় খুঁজে বের করতে হবে এক কুকুরের মালিককে। যে ছবিটি দেখে খুঁজে বের করতে হবে তাতে দেখা যাচ্ছে একটি ঘরে তিনটি টেবিলে বসে রয়েছেন তিনজন। তাঁরা তিনজন তিনরকম কাজে ব্যস্ত। তাঁদের পোশাক-আশাকও তিনরকম। আর যে কুকুরটির মালিককে খুঁজে বের করতে হবে, সেই কুকুরটি বসে রয়েছে ঘরের কাচের দরজার বাইরে। কারণ ভিতরে তার প্রবেশানুমতি নেই।

কুকুরটিকে দেখেই তার মালিকের খোঁজ করতে হবে। অন্তত সেখানে ক্লু পাওয়ার সম্ভাবনা বেশি। তবে পুরোটাই যুক্তি আর বুদ্ধির খেলা। আর দরকার পর্যবেক্ষণেের।

Advertisement

তিনজনের মধ্যে এক জন ফোনে কথা বলতে ব্যস্ত, একজন ব্যস্ত ল্যাপটপে কাজ করতে। আর এক জনের হাতে রয়েছে একটি বই। সেই বইয়ের বিষয়বস্তু কুকুর প্রশিক্ষণ। দেখুন তো এর পর বুঝতে পারেন কি না!

একান্তই না পারলে নীচে দেওয়া রইল সমাধান। আপনি যদি আগেই সমাধান করে থাকেন তা হলে দেখুন তো উত্তর মিলল কি না।

কুকুরের গলায় বাঁধার সবুজ বেল্টটি ঝুলছে পকেট থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement