Traffic Violation

শরীরের অর্ধেকটাই গাড়ির জানলার বাইরে! ওই অবস্থাতেই চুম্বনে মত্ত যুগল, ধরা পড়ল ভিডিয়োয়

দৃশ্যটি পিছনের গাড়ি থেকে ক্যামেরাবন্দি করেছিলেন কেউ। সেই ভিডিয়ো ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৩ ২০:১১
Share:

ছবি: এক্স (সাবেক টুইটার)।

গাড়ি ছুটছে এক্সপ্রেসওয়ের উপর দিয়ে। ঝোড়ো স্পিডে আশপাশে ছুটছে অন্য গাড়িও। যেমনটা এই ধরনের সড়ক পথের রীতি। ধীরগতিতে গাড়ি চালানো যায় না এই ধরনের রাস্তায়। ঘটনাটি সেখানেই ঘটছিল। ছুটন্ত গাড়ি থেকে শরীর প্রায় অর্ধেকের বেশি বাইরে বের করে একে অপরকে চুম্বন করছিলেন যুগল।

Advertisement

দৃশ্যটি পিছনের গাড়ি থেকে ক্যামেরাবন্দি করেছিলেন কেউ। সেই ভিডিয়ো ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। ধরণী নামের এক নেটাগরিক ভিডিয়োটি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে প্রশ্ন তুলেছেন, ‘‘এঁদের কি শাস্তি হবে না’’?

ঘটনাটি হায়দরাবাদের। পিভি নরসিমহারাও এক্সপ্রেসওয়ের উপর ওই যুগলকে ক্যামেরাবন্দি করা হয়েছে। নিজের পোস্টেই সেই তথ্য জানিয়েছেন ধরণী। ভিডিয়োয় স্পষ্ট দেখা যাচ্ছে এক যুবক যুবতী ঝুঁকি নিয়ে দ্রুত গতিতে চলা গাড়ির ছাদের জানলা থেকে অর্ধেক শরীর বের করে দিয়েছেন। তার পর চলছে তাদের প্রকাশ্য স্নেহ বিনিময়। যা সমাজ মাধ্যমে দেখে আঁতকে উঠেছেন নেটাগরিকেরা।

Advertisement

ধরণী প্রশ্ন তুলেছেন, যে ভাবে এরা নিজেদের এবং অন্যের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে, তাতে কি এদের শাস্তি হওয়া উচিত নয়?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement