elephant

Viral: আখ না দিলে রাস্তা ছাড়ব না! লরির পথ আটকে দাঁড়াল দুই হাতি! তার পর

আখবোঝাই লরির পথ আটকে দাঁড়াল দু’টি হাতি। তাদের আখ দেওয়ায় রাস্তা ছাড়ল। এই ভিডিয়ো ভাইরাল হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ জুলাই ২০২২ ১১:৫২
Share:

ছবি টুইটার।

আগে আখ দাও, না হলে রাস্তা ছাড়ব না— আখবোঝাই লরির পথ আটকে দাঁড়িয়ে বোধহয় এ কথাই বলছিল দু’টি হাতি!

Advertisement

দু’পাশে জঙ্গল। মধ্যে ঝকঝকে রাস্তা। সেই রাস্তা ধরেই আখ বোঝাই করে আসছিল একটি লরি। সে সময় ছানাকে (হস্তিশাবক) নিয়ে রাস্তা পার হচ্ছিল একটি হাতি। লরির পথ আগলে দাঁড়িয়ে পড়ল তারা।

হাতিকে দেখে দাঁড়াল লরিও। কিন্তু কিছুতেই পথ ছাড়ছে না হাতি। এমন সময় লরির উপর থেকে এক ব্যক্তি রাস্তার পাশে আখ ফেলে দিলেন। তার পরই লরির পথ ছেড়ে ওই আখ মুখে নিয়ে খেল হাতি দু’টি।

Advertisement

এই দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে। আর তা টুইট করেছেন প্রবীণ কাসওয়ান নামে বন দফতরের এক আধিকারিক। আর এই ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। তবে এ ভাবে বন্যপ্রাণীদের খাবার খাওয়ানো নিয়ে সকলকে সতর্ক করেছেন ওই আধিকারিক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement