Madhyapradesh

MadhyaPradesh: নদীর জলের তোড়ে ডুবে গিয়েছে শ্মশান, রাস্তার উপরেই দাহ করা হল বৃদ্ধার দেহ

মধ্যপ্রদেশের ভিন্ড জেলায় এক গ্রামে সিন্ধু নদীর জলে ডুবে গিয়েছে শ্মশান। রাস্তাতেই শেষকৃত্য হল এক বৃদ্ধার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২২ ১১:১০
Share:

ছবি টুইটার।

নদীর জলের তোড়ে ভেসে গিয়েছে গ্রামের শ্মশান। তাই শেষমেশ বৃদ্ধার শেষকৃত্য করা হল রাস্তার উপর। মধ্যপ্রদেশের ভিন্ড জেলায় ধরা পড়েছে এই দৃশ্য।

Advertisement

সংবাদ সংস্থা সূত্রে খবর, টানা বৃষ্টির জেরে সিন্ধু নদীর জলের তলায় ডুবে গিয়েছে আজনাউল গ্রামের শ্মশান। ওই গ্রামেরই এক বাসিন্দা ৭০ বছর বয়সি বৃদ্ধার মৃত্যু হয়। শ্মশান জলে ডুবে যাওয়ায় রাস্তার উপরই তাঁকে দাহ করা হয়।

Advertisement

এই ঘটনা প্রসঙ্গে ভিন্ড জেলা পঞ্চায়েতের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক জেকে জৈন বলেছেন, ‘‘এ বিষয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের সচিবকে নোটিস পাঠানো হয়েছে। সমস্ত গ্রামে শ্মশান রয়েছে, এটা নিশ্চিত হতে সমীক্ষা চালানো হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement