Viral

Viral: শরীরের উপর বসে শঙ্খচূড়, তবুও হুঁশ নেই! খাটিয়ায় শুয়ে আপন খেয়ালে মহিলা

এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে আঁতকে উঠেছেন অনেকেই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২২ ১১:০১
Share:

সেই ভয়ানক মুহূর্ত। ছবি টুইটার।

চারদিকে গাছপালা। এক দিকে বাঁধা রয়েছে একটি বাছুর। তার পাশে একটি গাছের তলায় খাটিয়া পাতা। আর তাতে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন এক মহিলা। আচমকা দেখা গেল, খাটিয়া বেয়ে উপরে উঠে মহিলার দেহের উপর বসে রয়েছে একটি সাপ!

Advertisement

যে সে সাপ নয়, শঙ্খচূড় (কোবরা)। এমন ভয়ঙ্কর দৃশ্য ধরা পড়েছে একটি ভিডিয়োয়, যা ভাইরাল হয়ে গিয়েছে নেটমাধ্যমে। ভিডিয়োটি টুইট করেছেন সুশান্ত নন্দা নামে বন দফতরের এক আধিকারিক। ভিডিয়োতে দেখা গিয়েছে, সাপটি তাঁর গায়ের সঙ্গে জড়িয়ে বসে থাকলেও মহিলার তাতে বিন্দুমাত্র কোনও ভ্রুক্ষেপই নেই। তিনি একইরকম ভাবে খাটিয়ায় শুয়ে রয়েছেন।

Advertisement

মহিলা নড়াচড়া পর্যন্ত করেননি। সাপের উপস্থিতি টের পেয়েই তিনি নড়াচড়া না করার সিদ্ধান্ত নিয়েছিলেন কি না স্পষ্ট নয়। তবে সাপটিও স্থির ভাবে মহিলার গায়ে বসেছিল। সংবাদ সংস্থা সূত্রে খবর, এমন টানটান মুহূর্তের কয়েক মিনিট পর সাপটি চলে যায়। অক্ষতই রয়েছেন ওই মহিলা। তবে, এই ঘটনাটি কোন এলাকার, তা জানা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement