ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
কাশ্মীর থেকে হিমাচল, কিংবা উত্তরবঙ্গের সান্দাকফু, প্রায় সমস্ত পাহাড়ই এখন বরফের চাদরে ঢাকা। পাহাড়ের এই শ্বেতশুভ্র রূপ দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগে। কিন্তু কাছে গেলে তার ভয়ঙ্কর রূপ টের পাওয়া যায়। বরফের রাস্তায় চলাফেরা করা মোটেও সহজ নয়। সেই রাস্তায় গাড়ি চালানোও নিরাপদ নয়। যে কোনও মুহূর্তে কোনও বড় বিপদ ঘটে যেতে পারে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় সেই রকমই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, হিমাচলের বরফে ঢাকা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি এঁকেবেঁকে এগিয়ে চলেছে। সাদা রঙের গাড়িটি বরফে মোড়া রাস্তায় হড়কে গিয়ে হঠাৎই ঘুরে গেল। ঠিক সেই সময় চালকের আসনে বসে থাকা তরুণ বেগতিক বুঝে গাড়ির দরজা খুলে বাইরে ঝাঁপ মারেন। গাড়ির চাকার তলায় পড়তে পড়তে বেঁচে যান তিনি। ভয় পেয়েই সেই মুহূর্তে তিনি ওই সিদ্ধান্ত নেন। লাফ মারার সময় গাড়ির দরজায় লেগেও তিনি আহত হতে পারতেন। ভাগ্য সঙ্গ দেওয়ায় তাঁকে এই রকম কোনও পরিণতির মধ্যে দিয়ে যেতে হয়নি। গাড়িতে থাকা অন্য যাত্রীরা সেই গাড়িতেই রয়ে যান। গাড়িটি তাঁদের নিয়ে এগোতে এগোতে কিছুটা দূরে গিয়ে থেমে যায়। (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি হিমাচল প্রদেশের অটল টানেলের কাছে ঘটেছে। এই ঘটনায় কেউ আহত না হলেও যে কোনও মুহূর্তে বড় বিপদ ঘটে যেতে পারত। ‘নানগালভাসি’ নামের ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নেওয়া হয়েছে। ভিডিয়োটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। নেটাগরিকেরা চালকের কাজের সমালোচনায় মন্তব্য বাক্স ভরিয়ে দিয়েছেন। কেউ কেউ ব্যাপারটি নিয়ে তামাশা করলেও, অনেকেই আবার তাঁর এই আচরণের নিন্দা করেছেন।