ছবি: সংগৃহীত।
ক্যাব সংস্থাগুলির বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগের কমতি নেই। সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলে ক্যাবচালকদের বিরুদ্ধেও প্রায়শই নানা অভিযোগ ঘুরে বেড়াতে দেখা যায়। কিন্তু ক্যাবচালককে মুখের উপর অপহরণ করার বার্তা পাঠাতে দেখে হতবাক হলেন নেটাগরিকেরা। সম্প্রতি গুরুগ্রামের এক তরুণী রেডইটের পাতায় তাঁর অনুরাগীদের সঙ্গে এই রকমই এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন।
গুরুগ্রামের সেই তরুণী ১৪ ডিসেম্বর ভোর ৪টে নাগাদ তাঁর বাড়ি থেকে আনন্দ বিহার টার্মিনাল রেলস্টেশন যাওয়ার জন্য অ্যাপ ক্যাব বুক করেছিলেন। তখনই তাঁর সঙ্গে এমন একটি ঘটনা ঘটে যেটি তিনি কখনওই কল্পনা করেননি। তরুণী তাঁর রেডইট হ্যান্ডল ‘কুশপাইরল’-এ পোস্ট করে জানান যে, সেই সংস্থার ক্যাবচালক তাঁকে অপহরণ করার হুমকি দিয়েছেন। তিনি সেই ক্যাবচালকের সঙ্গে তাঁর কথোপকথনের একটি স্ক্রিনশট ভাগ করে নিয়ে লেখেন, ‘‘এই মুহূর্তে পোস্টটি লিখতে গিয়ে আমি কাঁপছি। এক ঘণ্টা পরেই আনন্দ বিহার টার্মিনাল রেলস্টেশন থেকে আমার একটি ট্রেন ধরার আছে। যেটি আমি আর ধরতে পারব কি না সেটাও জানি না। আমি স্টেশনে যাওয়ার জন্য একটি অ্যাপ ক্যাব বুক করি। যেটি আমার বাড়ি থেকে মাত্র কয়েক মিটার দূরত্বে দাঁড়িয়ে থাকায় আমি তাঁকে আসার জন্য একটি মেসেজ করে, ব্যাগপত্তর নিয়ে নীচে নেমে আসি।’’ তখনও পর্যন্ত সব কিছু ঠিকঠাক চললেও ঘটনাটি এর পরই অন্য দিকে মোড় নেয়।
নীচে নেমে আসার পর তরুণী ওটিপি দেখার জন্য পকেট থেকে তাঁর মোবাইলটি বার করেন। তার পরই তাঁর মাথায় আকাশ ভেঙে পড়ে। তরুণী তাঁর পোস্টের ক্যাপশনে লেখেন, ‘‘ওটিপি দেখার জন্য মোবাইলটি খুললে আমি সেই চালকের আমাকে করা উদ্ভট মেসেজটি দেখতে পাই। সেইখানে তিনি আমাকে অপহরণ করার বার্তা পাঠিয়েছেন। আমি তৎক্ষণাৎ সেই মেসেজের স্ক্রিনশট তুলি এবং ক্যাবটি বাতিল করার সিদ্ধান্ত নিই। কিন্তু আমি বাতিল করার আগে সেই চালকই বাতিল করে দেন। আমি তখনই দৌড়ে ঘরে ঢুকে পড়ি।’’ তরুণী তাঁর সেই পোস্টে ক্যাবচালকের নাম, গাড়ির মডেল নাম এবং নম্বরও ভাগ করে নিয়েছেন। এই বিষয়ে তিনি কোথায় অভিযোগ জানাতে পারেন সেটা তিনি নেটব্যবহারকারীদের কাছে জানতেও চেয়েছেন।
তরুণীর এই পোস্টটি সমাজমাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বহু নেটব্যবহারকারীর মতে তাঁর এই পোস্টটি আবারও আমাদের দেশের নারীরা ঠিক কতটা সুরক্ষিত সেই বিষয়ে প্রশ্ন তুলছে। নেটাগরিকদের অনেকে আবার বলছেন ক্যাবচালক অন্য কিছু বলতে চেয়েছেন, তিনি তাঁকে অপহরণ করার বার্তা পাঠাতে চাননি। তার উত্তরে তরুণী জানান কোনও ভাষাতেই ‘কিডন্যাপ’-এর অর্থ অপহরণ ছাড়া আর অন্য কিছু হয় না।