Crocodile

Madhya Pradesh: ভারী বৃষ্টিতে জলমগ্ন রাস্তায় সাঁতার কাটছে কুমির! তার পর?

মধ্যপ্রদেশের শিবপুরি জেলায় জলমগ্ন রাস্তায় দেখা গল কুমিরকে। পরে তাকে উদ্ধার করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২২ ১৩:৫৬
Share:

এক ঘণ্টার চেষ্টায় কুমিরটিকে ধরা হয়। ছবি টুইটার।

প্রবল বর্ষণে নদীর চেহারা নিয়েছে রাস্তা। জল থইথই রাস্তায় ঘোরাফেরা করছে আস্ত কুমির! এমন দৃশ্যই ধরা পড়েছে মধ্যপ্রদেশের শিবপুরি জেলায়।

Advertisement

ঘনবসতিপূর্ণ এলাকায় রাস্তার দু’দিকে সার দিয়ে রয়েছে বাড়ি। মাঝখানে গলির রাস্তা। সেই রাস্তাই বৃষ্টির জলে ডুবে গিয়েছে। সেখানে কুমির দেখতে পেয়ে আঁতকে উঠেছেন এলাকাবাসী।

খবর দেওয়া হয় মাধব ন্যাশনাল পার্কে। সেখান থেকে একটি দল আসে কুমিরকে ধরতে। পিটিআই সূত্রে খবর, প্রায় এক ঘণ্টা ধরে চেষ্টা করার পর কুমিরটিকে ধরা হয়েছে। পরে আট ফুট লম্বা কুমিরটিকে শঙ্খ সাগর লেকে ছেড়ে দেওয়া হয়।

Advertisement

জানা গিয়েছে, রবিবার প্রথমে এলাকার একটি বাসস্ট্যান্ডের কাছে দেখা গিয়েছিল কুমিরটিকে। প্রসঙ্গত, মধ্যপ্রদেশের একাধিক জেলায় ভারী বৃষ্টি চলছে। আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। জব্বলপুর, ভোপাল, নর্মদাপুরমে সতর্কতা জারি করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement