elephant

Viral: ডুবে যাচ্ছিল হস্তিশাবক, জলে ঝাঁপ দিয়ে যা করল দু’টি হাতি

আচমকা জল খেতে গিয়ে জলাশয়ে পড়ে গেল হস্তিশাবক। যা দেখে জলে ঝাঁপ দিল দুই হাতি। তার পর...?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২২ ১৫:৫০
Share:

সিওল চিড়িয়াখানায় এই ঘটনা ঘটেছে। ছবি টুইটার।

সবুজ গাছে ঘেরা চারপাশ। মধ্যিখানে ছোট্ট একটা জলাশয়। সেখানে জল খাচ্ছিল সে। পাশে দাঁড়িয়ে ছিল তার মা। আচমকা জল খেতে গিয়ে জলাশয়ে পড়ে গেল হস্তিশাবক।

Advertisement

ছানা জলে পড়তেই যেন কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল হাতিটি! শুঁড় দিয়ে নাড়াচাড়া করল হাতিটি। কিন্তু তাতে লাভ হল না। একটু দূরেই দাঁড়িয়ে ছিল আরেকটি হাতি।

জলে হস্তিশাবক পড়ে যেতেই তড়িঘড়ি ছুটে এল ওই হাতিটিও। তার পর হস্তিশাবককে বাঁচাতে দুই হাতি জলে নেমে পড়ল। দূরে আরও একটি হাতিকে দৌড়তে দেখা গেল। শেষে দুই হাতি মিলে ওই হস্তিশাবককে জল থেকে ডাঙায় তুলল। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কোরিয়ার সিওল চিড়িয়াখানার ঘটনা।

Advertisement

জলে ডুবে যাওয়ার হাত থেকে হস্তিশাবককে যে ভাবে তৎপরতার সঙ্গে হস্তিশাবকটিকে উদ্ধার করল দু’টি হাতি, তা দেখে মুগ্ধ হয়েছেন অনেকে। এই ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement