Viral Video

‘কত বার গান বদলাতে বলতে হবে?’ নতুন বছরের পার্টিতে দুই দলের হাতাহাতি, ভাইরাল ভিডিয়ো

সাউন্ড বক্সে বাজছিল গানও। সেই গানের সঙ্গে তাল মিলিয়ে নাচ করছিলেন তাঁরা। কিন্তু সাউন্ড বক্সে অন্য গান বাজানোর অনুরোধ করছিলেন কয়েক জন তরুণ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ ১৫:২৮
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

নতুন বছরকে স্বাগত জানাতে নাচগানে মেতেছিলেন একদল তরুণ। নতুন বছরের পার্টি উপলক্ষে উল্লাস করছিলেন তাঁরা। কিন্তু আনন্দ করতে গিয়েই বাঁধল ঝামেলা। সাউন্ড বক্সে গান বাজিয়ে নাচ করছিলেন সকলে। অন্য গান বাজানোর অনুরোধ করেছিলেন কয়েক জন তরুণ। বার বার অনুরোধ করার পরেও তা না রাখায় মাঠের মধ্যেই হাতাহাতি শুরু করল তরুণের দল। সমাজমাধ্যমে সেই ভিডিয়ো ছড়িয়েও পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, একদল তরুণ নিজেদের মধ্যে হাতাহাতি করছেন। মাঠের মধ্যে চিৎকার করছেন তাঁরা। ঘটনাটি গ্রেটার নয়ডার পার্ক অ্যাভিনিউ এলাকায় ঘটেছে। নতুন বছরকে সাদর আমন্ত্রণ জানাতে পার্টি করছিলেন তাঁরা। চলছিল দেদার খাওয়াদাওয়া।

সাউন্ড বক্সে বাজছিল গানও। সেই গানের সঙ্গে তাল মিলিয়ে নাচ করছিলেন তাঁরা। কিন্তু সাউন্ড বক্সে অন্য গান বাজানোর অনুরোধ করছিলেন কয়েক জন তরুণ। কিন্তু বারংবার অন্য গান চালানোর অনুরোধ করলেও তা বাজানো হয়নি। তা নিয়েই শুরু হয় কথা কাটাকাটি। পরে তা হাতাহাতির পর্যায়েও পৌঁছে যায়।

Advertisement

ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই তা নজর কাড়ে অধিকাংশ নেটাগরিকদের। এক জন নেটব্যবহারকারী বলেন, ‘‘নিউ ইয়ারের পার্টিতে এইটুকু বিষয় নিয়ে এত বাড়াবাড়ি করা মনে হয় ঠিক হয়নি। সকলেই আনন্দ করার মেজাজে থাকে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement