ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
একা হাতে ছেলেকে বড় করে তুলেছেন প্রৌঢ়া। ১৮ বছর ধরে ছেলের বটগাছ হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। এই ১৮ বছরের স্নেহ-ভালবাসার পরিবর্তে মাকে ‘বিশেষ উপহার’ দেওয়ার সিদ্ধান্ত নিলেন তরুণ। দ্বিতীয় বার মায়ের বিয়ে দিলেন তিনি। সমাজমাধ্যমে সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘মিউসারএফটি.আহাদ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, এক প্রৌঢ়ার বিয়ের অনুষ্ঠানের মুহূর্ত তুলে ধরেছেন তাঁর পুত্র। ১৮ বছর ছেলেকে একা হাতে বড় করেছেন তিনি। মাকে খুবই ভালবাসেন পুত্র।
বাকি জীবন তাঁর মা যেন সঙ্গীহীন জীবন না-কাটান, তাই এক সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। স্থির করেন, মায়ের আবার বিয়ে দেবেন। যেমন ভাবা, তেমন কাজ। সমস্ত দায়দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন তরুণ। মায়ের বিয়েও দিলেন তিনি। জানা গিয়েছে, ওই তরুণ পাকিস্তানের বাসিন্দা।
সমাজমাধ্যমে এই ভিডিয়ো ছড়িয়ে পড়ায় তরুণের প্রশংসা করেছেন নেটব্যবহারকারীদের অধিকাংশ। এক জন নেটাগরিক বলেছেন, ‘‘আপনি সত্যিই আপনার মাকে খুব ভালবাসেন। আপনার এই সিদ্ধান্তের জন্য আপনাকে কুর্নিশ জানাচ্ছি।’’ আবার এক জন বলেছেন, ‘‘আপনার মা আপনার মতো পুত্র পেয়েছেন বলে ভাগ্যবতী।’’