ছবি: সংগৃহীত।
রাস্তার এক ধার দিয়ে আসছিল একটি ঘোড়ায় টানা গাড়ি। প্রবল গতিতে ছুটে আসা একটি গাড়ির ধাক্কায় উড়ে গেল আস্ত ঘোড়া। প্রায় ১০ ফুট শূন্যে উড়ে কিছু দূরে ছিটকে পড়ল ঘোড়াটি। আচমকা এই ধাক্কায় গাড়ি থেকে ঘোড়াটি আলাদা হয়ে যায় ও গাড়ির সঙ্গে সংঘর্ষে ছিটকে পড়ে যায় রাস্তায়। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাগপতে। দিল্লি-সাহারানপুর হাইওয়েতে উঠতে গিয়ে দ্রুতগামী গাড়ির সঙ্গে ধাক্কা লাগে ঘোড়ার গাড়িটির। মারা যায় ঘোড়াটি। পাশাপাশি গাড়িতে থাকা ৫ জন গুরুতর আহত হন বলে জানা গিয়েছে। গোটা ঘটনাটি হাইওয়েতে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা প়ড়েছে। ‘সচিনগুপ্তা’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে সেই ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, হাইওয়ে সংলগ্ন একটি রাস্তা দিয়ে ঘোড়ার গাড়িটি বেরোচ্ছিল। হাইওয়েতে ওঠার মুহূর্তেই উল্টো দিক থেকে ছুটে আসা একটি সাদা রঙের সেডান ধাক্কা মারে গাড়িটিকে। দুর্ঘটনার ফলে ঘোড়াটি মাটি থেকে প্রায় ১০ ফুট উপরে উড়ে যায় এবং প্রায় ২০ ফুট দূরে রাস্তায় ছিটকে পড়ে ঘোড়াটি। ফলে মারাত্মক চোট লাগে প্রাণীটির। রাস্তায় পড়েই ঘোড়াটি মারা যায় বলে খবর। পুলিশ জানিয়েছে, ৯ নভেম্বর ভোরবেলা গৌরীপুর এলাকায় ঘটনাটি ঘটে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ঘোড়ার সঙ্গে ধাক্কা লাগার ফলে সেডান গাড়িটিও দুমড়ে-মুচড়ে যায়।