Black Magic

‘কালো জাদু’ করার সন্দেহ! বৃদ্ধাকে জোর করে মূত্র ও কুকুরের বিষ্ঠা খাওয়ানোর অভিযোগ উঠল মহারাষ্ট্রে

মহারাষ্ট্রের এক গ্রামে বৃদ্ধাকে মূত্রপান এবং কুকুরের বিষ্ঠা খেতে বাধ্য করার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। বছর সাতাত্তরের ওই বৃদ্ধা ‘কালো জাদু’ করতেন বলে সন্দেহ গ্রামবাসীদের। প্রতিবেশীদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চালাচ্ছে পুলিশ।

Advertisement
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১৬:০৫
Share:

‘কালো জাদু’ করার সন্দেহে মহারাষ্ট্রে বৃদ্ধাকে মূত্র এবং কুকুরের বিষ্ঠা খাওয়ানোর অভিযোগ। —প্রতিনিধিত্বমূলক ছবি।

‘কালো জাদু’ করার সন্দেহে গ্রামের এক বৃদ্ধাকে মূত্রপান করতে বাধ্য করানোর অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। শুধু তা-ই নয়, বৃদ্ধাকে জোর করে কুকুরের বিষ্ঠাও খাওয়ানো হয়েছে বলে অভিযোগ। সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের অমরাবতী জেলায়। বছর সাতাত্তরের বৃদ্ধার পুত্র এবং পুত্রবধূর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

বৃদ্ধার পুত্রের অভিযোগ, সম্প্রতি এক দল প্রতিবেশী আচমকাই তাঁদের বাড়িতে চড়াও হয়েছিলেন। সেই সময় বৃদ্ধা বাড়িতে একাই ছিলেন। উন্মত্ত প্রতিবেশীরা বৃদ্ধাকে চড় মারতে থাকেন। লাঠি দিয়েও মারধর করা হয় বলে অভিযোগ। গরম লোহার রড দিয়ে বৃদ্ধার হাতে-পায়ে ছ্যাঁকা দেওয়া হয়েছিল বলেও পুলিশকে জানান তিনি। বৃদ্ধার সন্তানের অভিযোগ, এর পর বৃদ্ধাকে জোর করে মূত্রপান করানো হয় এবং কুকুরের বিষ্ঠা খেতে বাধ্য করা হয়। এত কিছু করেও ক্ষান্ত হননি প্রতিবেশীরা। এর পর বৃদ্ধার গলায় জুতোর মালা পরিয়ে গ্রামে হাঁটানোরও অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।

এই ঘটনার সময়ে বৃদ্ধার পুত্র বা পুত্রবধূ বাড়িতে ছিলেন। গত ৫ জানুয়ারি তাঁরা গ্রামে ফেরেন। তখন ঘটনার কথা জানতে পারেন তাঁরা। বৃদ্ধার থেকে ঘটনার কথা জানার পর থানায় অভিযোগ জানান তাঁরা। মায়ের উপর হওয়া ‘অত্যাচারের’ বিচার চান বৃদ্ধার পুত্র। অমরাবতীর পুলিশ সুপার বিশাল আনন্দ জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। স্থানীয় প্রশাসন বিষয়টি আড়াল করার চেষ্টা করেছিল কি না, তা-ও তদন্তের আওতায় রাখা হচ্ছে। কেউ দোষী প্রমাণিত হলে, কিংবা ঘটনায় কারও গাফিলতি ধরা পড়লে কড়া পদক্ষেপ করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement