Viral Video

দড়িতে বাঁধা পোষা কচ্ছপ, বেড়াতে বেরোলেন তরুণী! অদ্ভুত কাণ্ডে হইচই, ভাইরাল হল ভিডিয়ো

দু’টি কচ্ছপ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এক তরুণী। কচ্ছপ দু’টির একটি অন্যটির তুলনায় খুবই ছোট। ওই তরুণী জাপানের বাসিন্দা। কচ্ছপ দু’টি তাঁর পোষ্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৭:০০
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

দু’কাঁধে দু’টি ব্যাগ ঝোলানো। ফাঁকা নেই দুই হাতও। ধীর পায়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন এক তরুণী। দুই কচ্ছপকে সঙ্গী করে আক্ষরিক অর্থেই কচ্ছপের গতিতে হাঁটছেন তিনি। সমাজমাধ্যমে তরুণীর এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘সেভদ্যটার্টল্সসিএ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, দু’টি কচ্ছপ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এক তরুণী। কচ্ছপ দু’টির মধ্যে একটি অন্যটির তুলনায় অনেকটাই ছোট। ওই তরুণী জাপানের বাসিন্দা। কচ্ছপ দু’টি তাঁর পোষ্য। রোদমাখা সকালে দুই পোষ্যকে নিয়ে হাঁটতে বেরিয়েছেন তিনি।

দু’টি কচ্ছপের খোলে একটি দ়ড়ি বাঁধা। সেই দু’টি দড়িই দুই হাতে ধরে রয়েছেন তরুণী। কচ্ছপ দু’টির হাঁটার সময় যেন কোনও অসুবিধা না হয়, সে কারণে তাদের স্কেটবোর্ডের মতো ‘সাপোর্টিং হুইল’-এ বসিয়ে দিয়েছেন তরুণী।

Advertisement

ভিডিয়োটি দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটব্যবহারকারীদের অধিকাংশ। এক জন নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘কচ্ছপ পোষ্য হিসাবে খুবই ভাল। ভিডিয়োটি খুব মিষ্টি।’’ আবার এক জন লিখেছেন, ‘‘আমিও কচ্ছপ পুষি। কিন্তু ও এখন এত বড় হয়ে গিয়েছে যে, ওকে বড় ট্যাঙ্কের ভিতর রাখতে হয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement