Firing at Girlfriend's House

সম্পর্ক ভেঙে যাওয়ার রাগ মেটাতে প্রেমিকার বাড়িতে গুলি তরুণের! মহারাষ্ট্রে গ্রেফতার অভিযুক্ত

কিছু দিন আগেই অভিযুক্তের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেন তাঁর প্রেমিকা। সেই রাগে প্রাক্তন প্রেমিকার বাড়িতে গিয়ে গুলি চালান তরুণ। মহারাষ্ট্রের বীড়ের ওই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১৫:৪৫
Share:

প্রাক্তন প্রেমিকার বাড়িতে গিয়ে গুলি চালানোর অভিযোগ মহারাষ্ট্রের তরুণের বিরুদ্ধে। — প্রতীকী চিত্র।

প্রাক্তন প্রেমিকার বাড়িতে প্রবেশ করে গুলি চালানোর অভিযোগে এক তরুণকে গ্রেফতার করল মহরাষ্ট্র পুলিশ। ধৃত তরুণের নাম গণেশ পণ্ডিত চহ্বান। বছর চব্বিশের ওই তরুণের সঙ্গে সম্প্রতি সম্পর্ক ছিন্ন করেন তাঁর প্রেমিকা। পুলিশ সূত্রে খবর, সেই রাগেই আগ্নেয়াস্ত্র নিয়ে প্রেমিকার বাড়ি গিয়ে গুলি চালান অভিযুক্ত। শনিবার পুলিশ জানিয়েছে, ঘটনায় ইতিমধ্যে অভিযুক্ত তরুণকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

তরুণীর বাড়ি মহারাষ্ট্রের বীড় জেলার অম্বেজোগাই এলাকায়। শুক্রবার সকালে লুকিয়ে তরুণীর বাড়িতে প্রবেশ করেন অভিযুক্ত। সঙ্গে ছিল আগ্নেয়াস্ত্র। বাড়িতে প্রবেশ করে শুরুতেই প্রাক্তন প্রেমিকার সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তিনি। পরিস্থিতি ক্রমে তপ্ত হতে থাকায় তরুণীর পরিবারের সদস্যেরা এগিয়ে আসেন। তাঁরা বাধা দেওয়ার চেষ্টা করলে লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র বার করেন অভিযুক্ত। গুলিও চালান তরুণীর ভাইকে লক্ষ্য করে। তবে বরাতজোরে রক্ষা পান তিনি। গুলি তাঁর গায়ে লাগেনি। অন্য কেউও আহত হননি।

বাড়িতে গুলি চলার পর হকচকিয়ে যান পরিবারের সদস্যেরা। সেই আকস্মিকতার সুযোগে পালিয়ে যান অভিযুক্ত। পরে স্থানীয় থানায় তরুণীর পরিবারের তরফে অভিযোগ জানানো হয়। ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। সংবাদ সংস্থা পিটিআই অনুসারে, শনিবার পুলিশ জানিয়েছে, ঘটনার চার ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র এবং কিছু বুলেটও। তাঁকে জেরা করে এই ঘটনার বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা করছেন পুলিশের তদন্তকারী আধিকারিকেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement